ছবি সংগ্রহ
টানা বৃষ্টিতে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে। বর্তমানে কাপ্তাই লেকে জল বেড়ে ৮৮.১২ ফুট মীন সি লেভেল (এমএসএল)। লেকের জল বেড়ায় বেড়ে গিয়েছে বিদ্যুতের উৎপাদন।
শ্রাবণ মাসের শেষ নাগাদ ভারী বৃষ্টিপাতের আশা করছেন কর্ণফুলী জলবিদ্যুৎ কর্তৃপক্ষ। বৃষ্টিতে কাপ্তাই লেকের জল পরিপূর্ণ হবে। লেক ভরা থাকলেই বিদ্যুৎ উৎপাদন আরও বাড়বে।
কর্ণফুলী জলবিদ্যুৎ সূত্রের খবর, কাপ্তাই লেকে জল বৃদ্ধি পাওয়ায় পাঁচটি জেনারেটরের মধ্যে বর্তমানে চারটি বিদ্যুৎ উৎপাদনে সচল রয়েছে। প্রতিটি জেনারেটর থেকে ৩০ মেগাওয়াট হারে
বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। বর্তমানে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। যার পুরোটাই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের জানান, পাঁচটি জেনারেটরের মধ্যে চারটি চলমান রয়েছে। দুই নম্বর জেনারেটরটি রক্ষণাবেক্ষণের কাজে
বর্তমানে বন্ধ রয়েছে। আগামী সপ্তাহে সেটিও সচল হবে। সাত দিন পর দুই নম্বর জেনারেটর পরীক্ষামূলক চালু করা হবে। আর সব ঠিকঠাক থাকলে দুই নম্বর জেনারেটরও উৎপাদনে যাবে।