করোনায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের মৃত্যু

- আপডেট সময় : ০৭:১৪:১২ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১ ২১৮ বার পড়া হয়েছে

ভয়েস ডিজিটাল ডেস্ক
গভীর দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, বিসিএস(প্রশাসন) ১০তম ব্যাচের সদস্য জনাব ড. এ কে এম রফিক আহাম্মদ শনিবার ভোররাতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা গিয়েছেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর।
ড. এ কে এম রফিকের মৃত্যুতে বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশন (বিএফএসএ) শোকাভিভূত। বিএফএসএ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। ড. এ কে এম রফিক করোনা ভাইরাসের বিস্তারে সৃষ্ট মহামারী মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন ও জনগণকে সেবা দিয়ে আসছিলেন।
দেশের প্রয়োজনে নিয়োজিত থেকে তার এই আত্মত্যাগকে বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশন সশ্রদ্ধ চিত্তে স্মরণ করে এবং এই দায়িত্বশীল কর্মচেতনা অন্যান্য সকল সরকারি চাকুরিজীবীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে বিশ্বাস করে।