ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

করোনার সঙ্গে ডেঙ্গুর হানা, একদিনে রেকর্ড সংখ্যক শনাক্ত

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৭:২৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১ ২৪৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনার পাশাপাশি এবারে হামলে পড়েছে মশাবাহিত ডেঙ্গু। করোনায় যখন প্রতিদিন মৃত্যু দুইশ’র ঘরে তখন চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় নতুন ৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে ৮০শতাংশই রাজধানীর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবছর ঢাকায় একদিনে এটাই সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গুর শনাক্তের রেকর্ড।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত সংবাদ বার্তায় এ তথ্য জানানো হয়।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (১৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের হাসপাতালে নতুন ৮১ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ৮০ জন এবং ঢাকার বাইরে ১ জন।

এদিকে, শুধু জুলাই মাসেই ডেঙ্গু রোগীর সংখ্যা ৭৬৭ জন। চলতি বছরে যা সর্বোচ্চ শনাক্ত। অর্থাৎ, জুলাই মাসেই সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যেই ৯৯ শতাংশই ঢাকার বাসিন্দা।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৩৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৩৩১ জন এবং অন্যান্য বিভাগে ৫ জন রোগী ভর্তি আছেন।

এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। তবে, সেগুলো ডেঙ্গুজনিত মৃত্যু বলে শনাক্ত করতে পারেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত মোট ১ হাজার ১৩৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ৮০১ জন রোগী ছাড়া পেয়েছেন।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা বাড়ায় শঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তাই জ্বরে আক্রান্ত হলেই করোনার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষারও নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

করোনার সঙ্গে ডেঙ্গুর হানা, একদিনে রেকর্ড সংখ্যক শনাক্ত

আপডেট সময় : ০৭:২৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১

করোনার পাশাপাশি এবারে হামলে পড়েছে মশাবাহিত ডেঙ্গু। করোনায় যখন প্রতিদিন মৃত্যু দুইশ’র ঘরে তখন চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় নতুন ৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে ৮০শতাংশই রাজধানীর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবছর ঢাকায় একদিনে এটাই সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গুর শনাক্তের রেকর্ড।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত সংবাদ বার্তায় এ তথ্য জানানো হয়।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (১৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের হাসপাতালে নতুন ৮১ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ৮০ জন এবং ঢাকার বাইরে ১ জন।

এদিকে, শুধু জুলাই মাসেই ডেঙ্গু রোগীর সংখ্যা ৭৬৭ জন। চলতি বছরে যা সর্বোচ্চ শনাক্ত। অর্থাৎ, জুলাই মাসেই সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যেই ৯৯ শতাংশই ঢাকার বাসিন্দা।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৩৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৩৩১ জন এবং অন্যান্য বিভাগে ৫ জন রোগী ভর্তি আছেন।

এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। তবে, সেগুলো ডেঙ্গুজনিত মৃত্যু বলে শনাক্ত করতে পারেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত মোট ১ হাজার ১৩৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ৮০১ জন রোগী ছাড়া পেয়েছেন।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা বাড়ায় শঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তাই জ্বরে আক্রান্ত হলেই করোনার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষারও নির্দেশ দেওয়া হয়েছে।