সংবাদ শিরোনাম ::
করোনার কামড় সীমান্ত জেলাগুলোয়

ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৮:৫২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১ ১৯০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় একদিনে ৫৬ জনের পরীক্ষায় পজিটিভ ৩৭
একদিনে চুয়াডাঙ্গায় ৫৬ জনের করোনা টেস্টে ৩৭ জন (কোভিড-১৯) আক্রান্ত। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৭ শতাংশে।
শনিবার রাতে এ কথা জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলাতেই আক্রান্ত হয়েছেন ২০ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত সংখ্যা পৌছে গেলো ২ হাজার ২২২ জনে।
৩৭ জন করোনা আক্রান্তর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় দুইজন, দামুড়হদায় ২০ জন, আলমডাঙ্গায় তিনজন ও জীবননগরে ১২ জন রয়েছে।

জেলায় মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৬৫। আইসোলেশনে রয়েছে ২২৪ জন, হাসপাতালে ৩৮ জন এবং বাকি তিনজনকে রেফার্ড করা হয়েছে। জেলায় মোট আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৮৯ জন, দামুড়হুদায় ৪৯৮ জন, আলমডাঙ্গায় ৩৮৫ জন ও জীবননগরে ২৫০ জন রয়েছে।
জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৮৮৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৭১ জন।