এবার পদ্মায় ধরা পড়লো ২৮ কেজি ওজনের বাগাড়

- আপডেট সময় : ১০:০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১ ২২৯ বার পড়া হয়েছে
রূপোলী ইলিশ নয়! একের পর এক বড় আকারের মাছ ধরা পড়ছে মৎস্যজীবীর জালে। এ যেন পদ্মার চমক। গত কয়েকদিন ধরেই বিশাল আকারের মাছ ধরা পড়ছে পদ্মায়। যেন মাছের খনি। বোয়াল, পাঙ্গাস, কাতলের পর এবারে বাগাড় মাছ। তাও আবার ২৮ কেজি ওজনের!
শুক্রবার পদ্মার দক্ষিণ তীর দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে ধরা পড়া ২৮ কেজির বাগাড় মাছটি নিয়ে আসেন মৎস্যজীবী শামসু হালদার।

কয়েকদিন আগে পদ্মায় ধরা পড়ে বিশাল আকারের কাতল মাছটি
রাতভর জাল বেয়ে মাছের দেখা মেলেনি। অবশেষে শুক্রবারের সকাল যেন আর্শিবাদ নিয়ে আসে। তখন মাঝারি বৃষ্টি। সঙ্গে বাতাতে পদ্মা জলে হাল্কা ঢেউ। তখন সকাল ৯টা গড়িয়েছে। ক্লান্ত শরীর। মন খারাপ। খালি হাতেই ফিরতে হবে বাড়ি। এমন সাতপাঁচ ভাবতে ভাবতে শেষবারের মতো জাল টান দেন শামসু।
জাল টান দিয়েই পদ্মার জল চেনা মৎস্যজীবী শামসু বুঝতে পারেন, বড় মাছ আটকেছে জালে। মুহূর্তে সারারাতের ক্লান্তি যেন পদ্মার জলে ধুয়ে যায়। সঙ্গীদের দিকে তাকিয়ে মুচকি হাসেন। তারাও বুঝতে পারেন শামসুর এই হাসির অর্থ।
গত সপ্তাহে ধরা পড়ে বিশাল আকৃতির পাঙ্গাস
জাল টেনে নৌকায় তোলার আগমুহূর্তে দেখতে পান বড় এক বাগাড় মাছ! খুশিতে জাল কোনোরকম গুটিয়ে মাছটি নিয়ে আসেন দৌলতদিয়ার সূর্যনগর বাজারে। সেখান থেকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করলে মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি মাছটির ওজন করে দেখতে পান ২৮ কেজি।
১ হাজার ২০০ টাকা কেজি দরে ৩৩ হাজার টাকা মাছটি কিনে নেন এই ব্যবসায়ী। পরে তার কাছ থেকে চাঁদপুরের ফরিদপুরের হাজীগঞ্জ এলাকার শৌখিন ক্রেতা এটি ৪২ হাজার টাকায় কিনে নেন।