এবারে সুপার সাইক্লোন ‘যশ’ আঘাত সুন্দরবনে!

- আপডেট সময় : ১০:৩৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১ ২৬২ বার পড়া হয়েছে
একটার পর একটা প্রাকৃতিক বির্যয় কিছুতেই পিছু ছাড়ছে না। তওকতের লন্ডভন্ডের পর এবারে ঘূর্ণিঝড় যশ। চলতি সপ্তাহেই সুন্দরবনে আছড়ে পড়ার আশঙ্কা ‘যশ’র। আলিপুর আবহাওয়া অধিদফতর সূত্রের খবর, আগামী ২৩-২৫ মের মধ্যে বঙ্গোপসাগের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, এই মুহূর্তে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়টি। আবহাওয়াবিদদের আশঙ্কা, শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড় বিধ্বংসী রূপ নিতে পারে। আম্ফানের মতো ভয়ঙ্কর রূপ নিয়ে ফের তছনছ করে দিতে পারে এই সুপার সাইক্লোন। আপাতত ঘূর্ণিঝড়টির গতিবিধির দিকে খেয়াল রাখছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদদের মতে জলবায়ু সংকটের প্রভাবেই বিশ্বজুড়ে আবহাওয়ার এমন বিরূপ প্রতিক্রিয়া। শুক্রবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
মঙ্গলবার বৃষ্টিতে ভাসতে পারে উত্তরবঙ্গের জেলাগুলো। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা করেছেন আবহাওয়াবিদরা।