সংবাদ শিরোনাম ::
উত্তাল পদ্মা বাসিয়ে নিলো পন্টুন

ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০১:৫৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১ ২০৫ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল পদ্মা। গত সোমবার রাত থেকেই সকল প্রকারের নৌচলাচল বন্ধ রয়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ভয়ঙ্কর রূপ পদ্মা! পদ্মার ঢেউয়ের আঘাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া দুই নম্বর ফেরিঘাটের পন্টুন দুই ভাগ করে ভেসে নিয়েছে পদ্মা। বুধবারের দুর্ঘটনা ঘটে। ঘটনার পর নোঙর করা ফেরি নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গভীর নিম্নচাপের প্রভাবে ওড়িশার বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, জগৎসিংহপুরের মতো উপকূলবর্তী বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিবঙ্গের বিভিন্ন জেলাতেও। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।