ইরাকের জনবহুল বাজারে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত ৩৫

- আপডেট সময় : ০৯:৪৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১ ১৯৪ বার পড়া হয়েছে
ঈদের একদিন আগে ইরাকে ভয়াবহ জঙ্গি হামলা ঘটল। বলা হয়েছে সোমবার রাতে বাগদাদের সদর সিটির একটি জনবহুল বাজারের আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা।
জানা গিয়েছে, তাতে এখনও পর্যন্ত ৩০ জনের মৃত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটস (আইএস)।
ঈদের উৎসবে মেতে ওঠার প্রস্তুতি চলছিল ইরাকে। তার আগেই ভয়াবহ এই হামলা আতঙ্কের সৃষ্টি করল। হামলার ঘটনায় এখন পর্যন্ত ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে খবর। মৃতদের মধ্যে ৮ মহিলা এবং ৭ শিশুও রয়েছে। ভবিষ্যতে আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা।

এই হামলার ঘটনার নিন্দা করেছেন ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহা। ঘটনার পরক্ষণের একটি জরুরি বৈঠক করেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদেমি।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঘটনার মুহূর্তের ভিডিয়ো। ইরাকের অন্তর্দেশীয় মন্ত্রী জানান, আইইডি-র মাধ্যমে বিস্ফোরণটি ঘটানো হয়েছে। বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু করেছে বাগদাদ অপারেশন কমান্ড দফতর। সূত্র : আল জাজিরা