ইভ্যালির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

- আপডেট সময় : ০৯:২৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১ ২৩৭ বার পড়া হয়েছে
শামীমা নাসরীন ও মো. রাসেল: ফাইল ছবি
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন এবং ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নিষেধাজ্ঞার চিঠি শুক্রবারই পাঠিয়ে দেওয়া হয়েছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে।
বৃহস্পতিবার কমিশন বিষয়টি অনুমোদন দেয়। আগামী ১৫ কর্মদিবসের মধ্যে আদালত থেকে এ বিষয়ে অনুমতি নেওয়া হবে।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। দুদক বলছে, ইভ্যালির বিরুদ্ধে আসা অভিযোগের অনুসন্ধানে তারা তারা সত্যতা পেয়েছেন।
আরিফ সাদেক বলেন, ইভ্যালি গ্রাহক ও মার্চেন্টদের কাছ থেকে অগ্রিম হিসাবে নেওয়া প্রায় ৩৩৯ কোটি টাকার কোনো হদিস মিলছে না। এমন বিস্ফোরক অভিযোগ আমলে নিয়ে দুদকের অনুসন্ধান টিম কার্যক্রম পরিচালনা করছে। তারা প্রয়োজনীয় রেকর্ডপত্র ও তথ্যাদি সংগ্রহ করে চলেছেন।
দুদক অনুসন্ধানে টিম বিভিন্ন সূত্রে জানতে পেরেছে, ইভ্যালির প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরীন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেল গোপনে দেশত্যাগের চেষ্টা চালাচ্ছেন। অভিযুক্ত ব্যক্তিরা দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হবে।
একারণে অনুসন্ধান কার্যক্রম চলমান থাকা অবস্থায় অভিযুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি কনরা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরীর নেতৃত্বে গঠিত দুই সদস্যের অনুসন্ধান টিমের অপর সদস্য হলেন উপসহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম।