ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে বন্যায় প্রাণহানিতে পররাষ্ট্র মন্ত্রীর শোক
- আপডেট সময় : ০৯:৪৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১ ১৯১ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরের বিভিন্ন অংশে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো এলপি মারসুদি এবং পূর্ব তিমুরের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী আদালজিজা আলবার্টিনা জাভিয়ার রেইস মাগনোকে পাঠানো পৃথক বার্তায় মোমেন উভয় দেশের নেতার কাছে গভীর সমবেদনা জানান।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বিশেষ করে যারা তাদের আপন ও প্রিয়জনকে হারিয়েছেন তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মোমেন নিহতদের জন্য প্রার্থনা করেন এবং আশা প্রকাশ করেন, বন্ধু প্রতীম উভয় দেশের জনগণ এই বিপর্যয় কাটিয়ে উঠবে এবং বন্যা ক্ষতিগ্রস্ত এলাকার পুননির্মানের মাধ্যমে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসবে।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও অভিযোজন ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করার ব্যাপারে মন্ত্রী বাংলাদেশের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। মন্ত্রী উভয় পররাষ্ট্র মন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন এবং সমৃদ্ধি কামনা করেন।