ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় এমআইএসটি বিশ্ব চ্যাম্পিয়ন

- আপডেট সময় : ০৫:৪৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১ ১৯৫ বার পড়া হয়েছে
ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় এমআইএসটি’র বিশ্ব চ্যাম্পিয়ন দলকে মঙ্গলবার মিরপুর সেনানিবাসে প্রতিষ্ঠানটির মাল্টি পারপাজ হলে সম্বর্ধনা দেওয়া হয়।
মিলিটারী ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজী (এমআইএসটি) সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বিশ^ চ্যাম্পিয়নশীপ অর্জন করেছে।
ইউরোপ-অ্যামেরিকাসহ বিশে^র অন্যান্য দেশ থেকে সর্বমোট ৮৮টি দল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। তাদের সকলকে পেছনে ফেলে এমআইএসটি’র ‘মঙ্গল বারতা’ দলটি শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ।

‘মঙ্গল বারতা’ দলে এমআইএসটির ১৭ জন শিক্ষার্থী অন্তর্ভূক্ত ছিল। এ দলের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন আকিব জামান। দলটির সুপার ভাইজার ছিলেন এমআইটির সিএসই বিভাগের কর্নেল মো: শাহজাহান মজিব এবং ড: মো: মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো: ওয়াহিদ-উজ-জামান, এনডিসি, এওডব্লিউসি, পিএসসি, টিই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এমআইএসটির সকল ফ্যাকাল্টি ডিন, বিভাগীয় প্রধানগণ এবং আইটি বিভাগের প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন। আইএসপিআর