দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে দুই মাদ্রাসা শিক্ষার্থীকে আটকের পাঁচ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর রবিবার বিকেল ৫টা নাগাদ তাদের ফেরত দেয় বিএসএফ। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্ত চিহ্নিত করতে না পেরে ভারতের অংশে ঢুকে গেলে বিএসএফ তাদের আটক করে।
আলীহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার দুই ছাত্র হচ্ছে, আলীহাট উপজেলার আনোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন ও আরমান আলীর ছেলে আরাফাত হোসেন। মাদ্রাসার শিক্ষক মোয়াজ্জেম হোসেন জানান, শিক্ষাপ্রতিষ্ঠানটির ছাত্রছাত্রীদের করোনার টিকা দেওয়ার জন্য এদিন হিলি স্থলবন্দরের একটি কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।পরে অন্য শিক্ষার্থীরা বাড়ি ফিরে গেলেও আরাফাত ও রুহুল হিলি চেকপোস্ট গেট এলাকায় বেড়াতে যায়। এক পর্যায়ে তারা ভারতে চলে গেলে বিএসএফ আটক করে।
বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার আলম হোসেন জানান, পরিবার ও শিক্ষকদের কাছ থেকে জানতে পেরে তারা হিলি বিএসএফ ক্যাম্পে খবর পাঠান। বিএসএফ ওই দুই ছাত্র বাংলাদেশি কিনা তার প্রমাণ চায়। তাদের জন্মনিবন্ধন কার্ড দেওয়া দেওয়া হলে বিএসএফ পতাকা বৈঠক ডাকে। বিকেল ৫টা নাগাদ দিকে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক শেষে দুই ছাত্রকে ফেরত দেয় বিএসএফ। পরে তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার শামীম জানান, দুই শিশু শিক্ষার্থী ভুলে ভারতের সীমান্তে প্রবেশ করে। সন্ধ্যায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গিয়েছে, দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অসাবধানতাবশত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে। পরে বর্ডার বিএসএফ ও বিজিবির মধ্যে শুভাকাঙ্খী হিসেবে একটি পতাকা বৈঠকে আটক বাংলাদেশী নাগরিকদের তাদের কাছে হস্তান্তর করে। পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তে মোতায়েন নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ-এর অধীনে ব্যাটালিয়নের সৈন্যরা শুধুমাত্র আন্তর্জাতিক সীমান্তে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখছে না এবং তাদের চোরাচালান ও অনুপ্রবেশের ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়নের জন্য জাতীয় বিরোধীদের সম্ভাব্য প্রতিটি প্রচেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছে। প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রচেষ্টা। গত এক বছরে, উত্তরবঙ্গ সীমান্তের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মোট ২৯ জন বাংলাদেশি অসাবধানতাবশত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেছে এবং তাদের সবাইকে শুভেচ্ছা বার্তা হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।