ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩, ২ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

অর্থের যোগান নেই বলে জাতিসংঘে দাফতরিক ভাষা বাংলা চালু হচ্ছে না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১ ২০৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদ মিনারে পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ভয়েস রিপোর্ট

অর্থের যোগান নেই। তাই পিছিয়ে যাচ্ছে জাতিসংঘের দাফতরিক ভাষা বাংলা চালুর বিষয়টি। জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে বাংলা চালু করতে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, তাতে কোনও সদস্য রাষ্ট্রের বিরোধিতা নেই। তারপরও কেবল অর্থের জন্য বাংলাভাষা চালু করা সম্ভব হচ্ছে না। রবিবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান একথা জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন। এর আগে বিদেশি কূটনীতিকদের সঙ্গে নিয়ে মন্ত্রী ফরেন সার্ভিস একাডেমিতে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলা ভাষায় প্রায় ২৭ কোটি লোক কথা বলে। আমরা চাইছি, জাতিংঘের ছয়টি ভাষার পাশাপাশি বাংলাকেও দাফতরিক ভাষা হিসেবে চালু করা হোক। জাতিসংঘ বলেছে, তাদের প্রথম পাঁচটি ভাষা হয়েছে (দাফতরিক) এবং পরবর্তীতে আরবি তারা অন্তর্ভুক্ত করেছে। প্রতি বছর ৬০০ মিলিয়ন ডলার ( প্রায় পাঁচ হাজার কোটি টাকা) ব্যয় করা সম্ভব হলে জাতিসংঘে দাফতরিক ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্ত করা সম্ভব।

মন্ত্রী জানান, জাপান, ভারত ও জার্মানি চেয়েছিল তাদের ভাষা ব্যবহার করার জন্য, কিন্তু কেউই টাকা দিতে রাজি হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published.

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অর্থের যোগান নেই বলে জাতিসংঘে দাফতরিক ভাষা বাংলা চালু হচ্ছে না

আপডেট সময় : ১১:৩১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১

শহীদ মিনারে পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ভয়েস রিপোর্ট

অর্থের যোগান নেই। তাই পিছিয়ে যাচ্ছে জাতিসংঘের দাফতরিক ভাষা বাংলা চালুর বিষয়টি। জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে বাংলা চালু করতে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, তাতে কোনও সদস্য রাষ্ট্রের বিরোধিতা নেই। তারপরও কেবল অর্থের জন্য বাংলাভাষা চালু করা সম্ভব হচ্ছে না। রবিবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান একথা জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন। এর আগে বিদেশি কূটনীতিকদের সঙ্গে নিয়ে মন্ত্রী ফরেন সার্ভিস একাডেমিতে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলা ভাষায় প্রায় ২৭ কোটি লোক কথা বলে। আমরা চাইছি, জাতিংঘের ছয়টি ভাষার পাশাপাশি বাংলাকেও দাফতরিক ভাষা হিসেবে চালু করা হোক। জাতিসংঘ বলেছে, তাদের প্রথম পাঁচটি ভাষা হয়েছে (দাফতরিক) এবং পরবর্তীতে আরবি তারা অন্তর্ভুক্ত করেছে। প্রতি বছর ৬০০ মিলিয়ন ডলার ( প্রায় পাঁচ হাজার কোটি টাকা) ব্যয় করা সম্ভব হলে জাতিসংঘে দাফতরিক ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্ত করা সম্ভব।

মন্ত্রী জানান, জাপান, ভারত ও জার্মানি চেয়েছিল তাদের ভাষা ব্যবহার করার জন্য, কিন্তু কেউই টাকা দিতে রাজি হয়নি।