ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আরকান আর্মির হাতে আটক ২৬ জেলেকে ফেরত আনলো বিজিবি বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারে জাতিসংঘের উদ্বেগ বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে: গুতেরেস সংস্কার ছোট হলে ডিসেম্বরে, বৃহত্তর হলে নির্বাচন জুনে, ড. ইউনূস রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: গুতেরেস কানাডায় পালানো রাষ্ট্রদূত হারুনের বিরুদ্ধে ব্যবস্থা বিশ্বে প্রথমবারের মতো লাখো লোকের ইফতারে ড. ইউনূস ও গুতেরেস ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন ইউনূস ও গুতেরেস বোনকে ফ্ল্যাট হস্তান্তরে স্বাক্ষর জাল করেন টিউলিপ : দুদক এলজিইডির নির্বাহী প্রকৌশলীর গাড়িতে মিললো ৩৭ লাখ টাকা

অপো এ৬০ লাখ টাকা ক্যাম্পেইন’ বিজয়ীর নাম ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪ ১০১ বার পড়া হয়েছে

অপো এ৬০ স্মার্টফোনের উন্মোচনকে উদযাপন করতে ‘অপো এ৬০ লাখ টাকা ক্যাম্পেইন’- এর ভাগ্যবান বিজয়ীর নাম ঘোষণা করেছে বৈশ্বিক স্মার্টফোন উদ্ভাবনী প্রতিষ্ঠান অপো। গত ০৮ মে, ২০২৪, থেকে ১৪ মে, ২০২৪, পর্যন্ত চলা ফোনটির প্রি-অর্ডার ক্যাম্পেইনে বহু সংখ্যক গ্রাহক অংশ নেয়।

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

অপো এ৬০ স্মার্টফোনের উন্মোচনকে উদযাপন করতে ‘অপো এ৬০ লাখ টাকা ক্যাম্পেইন’- এর ভাগ্যবান বিজয়ীর নাম ঘোষণা করেছে বৈশ্বিক স্মার্টফোন উদ্ভাবনী প্রতিষ্ঠান অপো। গত ০৮ মে, ২০২৪, থেকে ১৪ মে, ২০২৪, পর্যন্ত চলা ফোনটির প্রি-অর্ডার ক্যাম্পেইনে বহু সংখ্যক গ্রাহক অংশ নেয়। বাজারে আসার পর অপো এ৬০ এই সেগমেন্টে সবচেয়ে কাঙ্খিত ডিভাইসগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে।

লটারির মাধ্যমে নির্বাচিত করে এই ক্যাম্পেইনের বিজয়ীকে এক লাখ টাকার পুরস্কার প্রদান করা হয়েছে। অপো এ৬০ এর মতো অত্যাধুনিক প্রযুক্তির ফোনটির অভিজ্ঞতা নিতে অত্যন্ত উৎসাহী ছিলেন প্রি-অর্ডার ক্যাম্পেইনে অংশগ্রহণকারী স্মার্টফোনপ্রেমীরা। তাদের মধ্য থেকে রাজধানীর ফার্মগেট এলাকার মোহাম্মদ ইউনূস হয়েছেন ভাগ্যবান বিজেতা। পুরস্কার হিসেবে তাকে এক লাখ টাকার চেক দেওয়া হয়।

অপো এ৬০ স্মার্টফোনটিতে রয়েছে মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স, যা তীব্র ভাইব্রেশন এবং কোনো বাড়তি সহায়তা ছাড়াই সর্বোচ্চ পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত গাড়ির ঝাঁকুনির ধকল সহ্য করতে পারবে। বিশেষ পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে, ১.২২ মিটার উচ্চতা থেকে ২৬ বার ফেলার পরও এই ফোনটি থাকবে সম্পূর্ণ অক্ষত। ফোনটির অনন্য বিশেষত্ব হলো এর এমআইএল-এসটিডি ৮১০এইচ স্ট্যান্ডার্ড, যা এই সেগমেন্টের কোনো প্রতিযোগী ব্র্যান্ডের ফোনে নেই।

৯৫০ নিটসের পিক ব্রাইটনেস ও ৬.৬৭ ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে অপো এ৬০ ডিভাইসটি গ্রাহকদের দিচ্ছে ডিসপ্লের এক অতুলনীয় অভিজ্ঞতা। ৭২০ পিক্সেল রেজোল্যুশন ও ২৬৪ পিপিআইয়ের পিক্সেল ডেনসিটি প্রতিটি ছবি, টেক্সট, বা হাই-কোয়ালিটির ভিডিও উপস্থাপন করে প্রাণবন্তভাবে। এছাড়াও, এর ৯০ হার্টজ রিফ্রেশ রেটের সুবিধা অন্যান্য প্রতিযোগী ব্র্যান্ড থেকে এই ডিভাইসকে করে তুলেছে আলাদা।

অপো এ৬০ ফোনে রয়েছে বিশেষ ‘স্প্ল্যাশ টাচ’ ফিচার, যা ভেজা হাতে ব্যবহারের সময়ও ফোনের ব্যবহারকারীকে দেয় সঠিক রেসপন্সের নিশ্চয়তা। টাচ আইসি’র সঙ্গে অপো’র সমন্বয়ের মাধ্যমে অপো এ৬০-এর ফিচারটিকে টাচ চিপের সঙ্গে সুন্দরভাবে যুক্ত করা হয়েছে। ফলে বর্ষায় কিংবা অনাকাঙ্ক্ষিত পানির ছিঁটে-ফোঁটা থাকলেও ফোন ব্যবহারকারীরা নিরবচ্ছিন্ন ও মসৃণভাবে ফোনটি ব্যবহার করতে পারবেন।

নতুন উন্মোচিত অপো এ৬০ ডিভাইসের ১৬জিবি*+২৫৬ জিবি ভ্যারিয়েন্টে রয়েছে ৪৮ মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন, যা এর পারফরম্যান্সের দীর্ঘস্থায়িত্বের নিশ্চয়তা প্রদান করে। ফোনটির সাবলীল নেভিগেশন এবং অনেক অ্যাপের একসঙ্গে ব্যবহারে সক্ষমতা চার বছরেরও বেশি সময়ের জন্য ব্যবহারকারীদের দেবে ‘নতুন ফোন ব্যবহারের অনুভূতি’।

অপোপ্রেমীদের জন্য ‘অপো এ৬০ লাখ টাকা ক্যাম্পেইন’ ছিল একটি উৎসবমুখর ক্যাম্পেইন, যেখানে তারা তাদের পছন্দের ফোন বেছে নেওয়ার পাশাপাশি ‘ইন্সপিরেশন অ্যাহেড’ খুঁজতে একটি চমৎকার ক্যাম্পেইনে নিজেদেরকে যুক্ত করতে পেরেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অপো এ৬০ লাখ টাকা ক্যাম্পেইন’ বিজয়ীর নাম ঘোষণা

আপডেট সময় : ১১:১৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

 

অপো এ৬০ স্মার্টফোনের উন্মোচনকে উদযাপন করতে ‘অপো এ৬০ লাখ টাকা ক্যাম্পেইন’- এর ভাগ্যবান বিজয়ীর নাম ঘোষণা করেছে বৈশ্বিক স্মার্টফোন উদ্ভাবনী প্রতিষ্ঠান অপো। গত ০৮ মে, ২০২৪, থেকে ১৪ মে, ২০২৪, পর্যন্ত চলা ফোনটির প্রি-অর্ডার ক্যাম্পেইনে বহু সংখ্যক গ্রাহক অংশ নেয়। বাজারে আসার পর অপো এ৬০ এই সেগমেন্টে সবচেয়ে কাঙ্খিত ডিভাইসগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে।

লটারির মাধ্যমে নির্বাচিত করে এই ক্যাম্পেইনের বিজয়ীকে এক লাখ টাকার পুরস্কার প্রদান করা হয়েছে। অপো এ৬০ এর মতো অত্যাধুনিক প্রযুক্তির ফোনটির অভিজ্ঞতা নিতে অত্যন্ত উৎসাহী ছিলেন প্রি-অর্ডার ক্যাম্পেইনে অংশগ্রহণকারী স্মার্টফোনপ্রেমীরা। তাদের মধ্য থেকে রাজধানীর ফার্মগেট এলাকার মোহাম্মদ ইউনূস হয়েছেন ভাগ্যবান বিজেতা। পুরস্কার হিসেবে তাকে এক লাখ টাকার চেক দেওয়া হয়।

অপো এ৬০ স্মার্টফোনটিতে রয়েছে মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স, যা তীব্র ভাইব্রেশন এবং কোনো বাড়তি সহায়তা ছাড়াই সর্বোচ্চ পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত গাড়ির ঝাঁকুনির ধকল সহ্য করতে পারবে। বিশেষ পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে, ১.২২ মিটার উচ্চতা থেকে ২৬ বার ফেলার পরও এই ফোনটি থাকবে সম্পূর্ণ অক্ষত। ফোনটির অনন্য বিশেষত্ব হলো এর এমআইএল-এসটিডি ৮১০এইচ স্ট্যান্ডার্ড, যা এই সেগমেন্টের কোনো প্রতিযোগী ব্র্যান্ডের ফোনে নেই।

৯৫০ নিটসের পিক ব্রাইটনেস ও ৬.৬৭ ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে অপো এ৬০ ডিভাইসটি গ্রাহকদের দিচ্ছে ডিসপ্লের এক অতুলনীয় অভিজ্ঞতা। ৭২০ পিক্সেল রেজোল্যুশন ও ২৬৪ পিপিআইয়ের পিক্সেল ডেনসিটি প্রতিটি ছবি, টেক্সট, বা হাই-কোয়ালিটির ভিডিও উপস্থাপন করে প্রাণবন্তভাবে। এছাড়াও, এর ৯০ হার্টজ রিফ্রেশ রেটের সুবিধা অন্যান্য প্রতিযোগী ব্র্যান্ড থেকে এই ডিভাইসকে করে তুলেছে আলাদা।

অপো এ৬০ ফোনে রয়েছে বিশেষ ‘স্প্ল্যাশ টাচ’ ফিচার, যা ভেজা হাতে ব্যবহারের সময়ও ফোনের ব্যবহারকারীকে দেয় সঠিক রেসপন্সের নিশ্চয়তা। টাচ আইসি’র সঙ্গে অপো’র সমন্বয়ের মাধ্যমে অপো এ৬০-এর ফিচারটিকে টাচ চিপের সঙ্গে সুন্দরভাবে যুক্ত করা হয়েছে। ফলে বর্ষায় কিংবা অনাকাঙ্ক্ষিত পানির ছিঁটে-ফোঁটা থাকলেও ফোন ব্যবহারকারীরা নিরবচ্ছিন্ন ও মসৃণভাবে ফোনটি ব্যবহার করতে পারবেন।

নতুন উন্মোচিত অপো এ৬০ ডিভাইসের ১৬জিবি*+২৫৬ জিবি ভ্যারিয়েন্টে রয়েছে ৪৮ মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন, যা এর পারফরম্যান্সের দীর্ঘস্থায়িত্বের নিশ্চয়তা প্রদান করে। ফোনটির সাবলীল নেভিগেশন এবং অনেক অ্যাপের একসঙ্গে ব্যবহারে সক্ষমতা চার বছরেরও বেশি সময়ের জন্য ব্যবহারকারীদের দেবে ‘নতুন ফোন ব্যবহারের অনুভূতি’।

অপোপ্রেমীদের জন্য ‘অপো এ৬০ লাখ টাকা ক্যাম্পেইন’ ছিল একটি উৎসবমুখর ক্যাম্পেইন, যেখানে তারা তাদের পছন্দের ফোন বেছে নেওয়ার পাশাপাশি ‘ইন্সপিরেশন অ্যাহেড’ খুঁজতে একটি চমৎকার ক্যাম্পেইনে নিজেদেরকে যুক্ত করতে পেরেছেন।