অক্টোবরেও কেন গরম জানালো আবহাওয়া অফিস

- আপডেট সময় : ০৮:১৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১ ২০৭ বার পড়া হয়েছে
ফাইল ছবি
‘আবহাওয়া বিজ্ঞানিরা জানান, স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। রাতের তাপমাত্রাও ২ ডিগ্রির বেশি, ‘লঘুচাপটি এখন উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে’
গ্রাম-গঞ্জে আশ্বিনের সকালে ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু উদাও। সেই পল্লী জননীও পুড়ছে শেষ আশ্বিনের খড়দাপে! কিন্তু কেন? অথচ এই অক্টোবরে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর
বিদায় বেলাতেও দেশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। এবারে যখন দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে, ঠিক তখনই বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। যে কারণে বাতাসে প্রচুর

পরিমাণ জলীয় বাষ্প আধিক্য। একারণেই কারণে ভাদ্র মাসের মতো ভ্যাপসা গরম লাগছে। এ অবস্থায় ভারী বৃষ্টিই প্রশমন হবে গরম। আবহাওয়া বিজ্ঞানিরা জানান, স্বাভাবিকের চেয়ে
তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। রাতের তাপমাত্রাও ২ ডিগ্রির বেশি। তাপমাত্রা বেশি থাকার কারণ ‘অক্টোবর মাসে কোনো কোনো বছর তাপমাত্রা বেশি থাকে। সেপ্টেম্বরের চেয়ে
অক্টোবরে বৃষ্টিপাত অর্ধেকের চেয়েও কম হয়। সারাদেশের ১৮টি জেলায় চলমান তাপপ্রবাহ কোথাও কোথাও থেকে দূর হতে পারে বলে জানালো আবহাওয়া অফিস। ‘মূলত বৃষ্টি না হওয়ার
কারণেই এবারের এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে শুরু করে। দ্বিতীয় সপ্তাহের মধ্যে পুরোপুরি বিদায় নেয়।
কোনো কোনো বছর এটা একটু দেরিতে হয় থাকে। এবারে দেরির কারণ ২২/২৩ অক্টোবর ছাড়া বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নিচ্ছে না। আগারগাঁও আবওহাওয়া অফিসের
পূর্বাভাসে বলা হয়েছে, ১৮, ১৯ ও ২০ অক্টোবর নাগাদ বৃষ্টিপাত বাড়তে পারে। ‘লঘুচাপটি এখন উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে। এটির প্রভাবেই বাংলাদেশে বাড়বে বৃষ্টি। আবহাওয়ার
পূর্বভাস ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, খুলনা, বরিশাল, ভোলা এবং সিলেট অঞ্চলের
ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বগুড়ায় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।