সংবাদ শিরোনাম ::
শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাথুস
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১ ৩৬৪ বার পড়া হয়েছে
ভয়েস স্পোর্টস ডিস্ক
অবশেষে ওয়েস্ট ইন্ডিজ সফওে অ্যাঞ্জেলো ম্যাথুসকে টি-২০ দলের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। কারণ, ভিসা জটিলতায় শ্রীলঙ্কার নতুন টি-২০ অধিনায়ক দাসুন শানাকার ওয়েস্ট ইন্ডিজ সফর পুরোপুরি অনিশ্চিত। দলের সঙ্গে ক্যারিবিয়ানে যাওয়া হয়ে ওঠে তার।
এক বিবৃতিতে এসএলসি জানিয়েছে, শানাকার ভিসা সমস্যার এখনো সমাধান হয়নি। তাই দায়িত্ব দেওয়া হয়েছে ম্যাথুসকে। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪ টেস্ট, ১০৬ ওয়ানডে ও ১৩ টি-২০ শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। শ্রীলঙ্কা দল যুক্তরাষ্ট্রে ট্রানজিট নিয়ে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছে। শানাকা হারিয়ে ফেলেছেন যুক্তরাষ্ট্রের পাঁচ বছরের বৈধ ভিসাসহ তার আগের পাসপোর্ট। যে কারণে দলের সঙ্গে গত সোমবার যেতে পারেননি তিনি। আগামী ৪ মার্চ শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ।


























