শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৩ হাজার দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ
- আপডেট সময় : ১০:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১ ২৩৬ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর হাত ধরে স্বাধীনতা, শেখ হাসিনার হাত ধরে অর্থনৈতিক মুক্তি: পরশ
শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে যুবলীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে রূপনগর থানার আরামবাগ মাঠে ৩ হাজার অসহায়-দুস্থের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
এসময় তিনি বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো জাতির পিতার স্বপ্ন ছিল। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, জাতির পিতা যেমন আমাদের এনে দিয়েছেন স্বাধীনতা, তেমনি শেখ হাসিনার হাত এসেছে অর্থনৈতিক মুক্তি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বুধবার যুবলীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে রূপনগর থানার আরামবাগ মাঠে ৩ হাজার অসহায়-দুস্থের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণকালে এসব কথা বলেন যুবলীগ চেয়ারম্যান।
পরশ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পিতার প্রতি যে সম্মান, ভালোবাসা দেখিয়েছেন, সেটি পৃথিবীতে বিরল। তিনি নিজের স্বপ্নকে বিসর্জন নিয়ে পিতার স্বপ্নকে ধারণ করেছেন, লালন
করেছেন, বাস্তবায়ন করে যাচ্ছেন। জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কন্যা হিসেবে তিনি জীবন মৃত্যুর সন্নিকটে থেকেও উদ্দেশ্য থেকে এক চুলও পিছপা হননি। পিতার প্রতি কন্যার
ভালবাসার এমন নিদর্শন থেকে আজকের প্রজন্ম শিক্ষা গ্রহণ নিতে পারে। পরশ আরও বলেন, আমাদের প্রিয় নেত্রী ১৯৮১ সালে চরম প্রতিকূল পরিবেশে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য
নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিয়ে এসেছিলেন। ফিরেই তিনি পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য রাজনীতিকে মহান ব্রত জ্ঞান করে কাজ শুরু করেছিলেন। তখন থেকেই বাংলাদেশবিরোধী চক্র
বারবার তাকে হত্যার চেষ্টা করে। তবু তিনি পিতার স্বপ্ন বাস্তবায়ন থেকে একটুও সরে যাননি। শেখ হাসিনা সবার দুঃখ-দুর্দশা বুঝতে পারেন বলেই তিনি নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিতদের নেত্রী, গণমানুষের নেত্রী।
পরশ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে যুবলীগ নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছে। এরমধ্যে অন্যতম কর্মসূচি হচ্ছে আশ্রয়ণ কর্মসূচি। দেশব্যাপী যুবলীগের
উদ্যোগে এই যুগান্তকারী কর্মসূচি চলমান থাকবে। প্রতিটি জেলায় ন্যূনতম ১ জন গৃহহীনকে যুবলীগ নিজস্ব অর্থায়নে গৃহনির্মাণ করে দেওয়ার কাজ অব্যাহত রেখেছে। তিনি আরও বলেন,
শেখ হাসির জন্মদিন উপলক্ষে আমরা ৩০০০ জন অসহায়-দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেছি। আগামীতেও এমন মানবিক কর্মকাণ্ড যুবলীগ অব্যাহত রাখবে।
ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান
নিখিল, ঢাকা-১৬ আসনের সাংসদ আলহাজ মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, সাবেক সংস সদস্য শাহীদা তারেক দীপ্তি প্রমুখ।




















