বঙ্গবন্ধু হত্যায় মদদ দিয়েছেন তাদের বিচার হওয়া উচিত, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
- আপডেট সময় : ১২:২০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১ ৪১৪ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশিলবদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে মুক্তি বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বঙ্গবন্ধু খুনিদের ফাঁসি দিলেই তার আত্মা শান্তি পাবে না। জাতিরজনকের হত্যাকারীদের যারা মদদ দিয়েছেন, তাদেরও বিচার হওয়া উচিত।
শনিবার রাত ৯টার দিকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকীর আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস এর আয়োজন করে।
মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুর হত্যার যারা আত্মস্বীকৃত খুনি তাদের বিচার হয়েছে। এটা কিন্তু আসল বিচার নয়। বঙ্গবন্ধুর হত্যাকারীদের কারা মদদ দিয়েছেন? দেশে-বিদেশে তাদের খুঁজে বের করে বিচার করা উচিত। হত্যাকারীদের মূল হোতাদের এখনো বিচার হয়নি।
এসময় মন্ত্রী উদাহরণ টেনে বলেন, আত্মস্বীকৃত খুনি রশিদ, মেজর ডালিম আরও অনেকে। বঙ্গবন্ধু হত্যার পর তার অন্তরালে যারা ছিল বা মদদদাতা কারা? দেশে ও বিদেশে কারা মদদ দিয়েছে? সবার চরিত্র উন্মোচিত করতে হবে।
অনুষ্ঠানে ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুল আহসান বাবুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংগঠনটির সাধারণ সম্পাদক শাহরিয়ার স্বপন, বিরোধী দলীয় চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমান, লালবাগ জোন এডিসি মো. কুদরত-ই-খুদা প্রমুখ।

























