পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে মিঠুন চক্রবর্তী
- আপডেট সময় : ০৯:৩৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১ ২৭০ বার পড়া হয়েছে
তৃণমূলের কর্মী-সমর্থকদের এই অভিযোগ খারিজ করার আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। ১১ জুন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি উঠলে তিনি জানান, তৃণমূলের অভিযোগের খারিজের বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না।
বরং তাঁর নির্দেশ ছিল, মিঠুন চক্রবর্তীকে তদন্তকারী অফিসারদের সঙ্গে সমস্তরকম সহযোগিতা করতে হবে। তদন্তের স্বার্থে ভার্চুয়ালি মিঠুনের সাথে যোগাযোগ করবেন অফিসারের সঙ্গে। সেই অনুযায়ী বুধবার প্রায় ১৫ মিনিট ধরে বিজেপির এই সিনে তারকা সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়।
যদিও তদন্তকারী অফিসারদের মিঠুন জানিয়েছিলেন, কোন উস্কানিমূলক মন্তব্য তিনি করেননি। কেবল নিজের অভিনয় করা সিনেমার সংলাপ বলেছেন মাত্র।
একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ব্রিগেড মঞ্চে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী।
সেই মঞ্চে তাঁর মুখে শোনা গিয়েছিল, “আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি।” ব্রিগেডের মঞ্চে মিঠুনের এই বক্তব্যই রীতিমত সাড়া ফেলে দিয়েছিল সেইসময়।


























