‘পুকুর চুরি’
- আপডেট সময় : ০৯:৩৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১ ৩২৩ বার পড়া হয়েছে
শিবানী বিশ্বাসের ছড়া / ‘পুকুর চুরি’
ভাবছি বসে
সকাল দুপুর রাতে,
দিন দুপুরে কেমন করে
লোকে করে এমন পুকুর চুরি !
ভাবছি এই সব দিনরাত্রি,
হলফ করে মিথ্যে কথা বলে ডিগ্রীধারী ,
ডিগ্রী যেন কুড়িয়ে পাওয়া–
শাক্-সব্জি বোঝাই ঝুড়ী;
হাতের কাছে হেলায় পাওয়া মেওয়।
ভাবতে গিয়ে দিন চলে য়ায়,
ভাব মেলেনা ডিগ্রী নিয়ে।
হাটেঘাটে কুড়িয়ে পাওয়া
কিংবা যেন খেলার মাঠে
ঘাস নুড়িতে ছড়িয়ে থাকা
বস্তু বিশেষ;
ইচ্ছেমত কুড়িয়ে নিয়ে
নামের সাথে তকমা সেঁটে
অহরহ মিথ্যে বলে
ঈশ্বরের নামে শপথ করে
লোক ঠকিয়ে
নামজাদা দের গোত্রে চড়ে
ফসকা নিজের কেরামতি।
কালের তবে অকাল হলো?
ভাবতে বসি ভাই,
অত কী সব ভাবতে পারি –?
বুঝি না যে ছাই!
ভাবছি বসে —
দিনরাত্রীর এই মানুষ গুলো
হলফ করে মিথ্যা দিয়ে
রাস্তাঘাটে ঘোরে ফেরে
বুকফুলিয়ে
বেজায় দরে উড়িয়ে ধুলো
করছে বাড়াবাড়ি।
ওদেরই যেন জোরটা ভারী।
ভাবছি বসে সকল সময়,
ছি ছি তে দেহ-মন বিষাক্ত হয়
কেমন করে হয় এমনটা খায়
লোকের কানাকড়ি;
ভাবছি বসে এসব নিয়ে
সকাল দুপুর রাতি
এই বুঝি তাই চিরকালের গতি!!

























