ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশের নতুন অভিযাত্রা বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসির সিদ্ধান্ত এক দিনের মধ্যে চূড়ান্ত ইউএপির দুই শিক্ষককে চাকরিতে পুনর্বহালের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আজ কী সিদ্ধান্ত নেবে আইসিসি? ২২ জানুয়ারী মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তনের ৫৪তম বার্ষিকী বাংলাদেশে ১০ থেকে ১৫টি ব্যাংক থাকলেই যথেষ্ট: কেন্দ্রীয় ব্যাংক গভর্নর মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন আর নেই: জামায়াত আমির বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বেনাপোলে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আটক বস্তিবাসীদের উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস তারেক রহমানের চাপ তৈরি করে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না

নেপাল জয় দিয়ে যাত্রা শুরু বাংলাদেশ দলের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে

নেপাল জয় দিয়ে যাত্রা শুরু বাংলাদেশ দলের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

এশিয়ান টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ২০-২৪ মে ২০২৪ পর্যন্ত নেপাল টেনিস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় নেপালের কাঠমুন্ডুতে এশিয়া অনূর্ধ্ব-১২ দলগত প্রতিযোগিতা ২০২৪ ইভেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় স্বাগতিক নেপালসহ বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, ভ‚টান, পাকিস্তান ও বাংলাদেশের অনূর্ধ্ব-১২ বছরের বালক/বালিকা খেলোয়াড় ও ক্যাপ্টেন অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলসমূহের মধ্যে বালক বিভাগে দুটি গ্রুপ করা হয়েছে। বালক এককে বাংলাদেশ, ভারত ও মালদ্বীপ দল গ্রুপ-এ তে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং গ্রুপ-বি তে শ্রীলংকা, নেপাল, পাকিস্তান ও ভূটান দল প্রতিদ্বন্দ্বিতা করছে। অপরদিকে বালিকা দলে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, নেপাল ও মালদ্বীপ দল রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বালক একক :
বালক এককের প্রথম খেলায় বাংলাদেশের মোহাম্মদ হায়দার ৬-২, ৬-০ গেমে মালদ্বীপের সালাম ইউসুফ জায়েন মোহাম্মদকে পরাজিত করে এবং দ্বিতীয় এককে বাংলাদেশের মো: জোবায়ের হোসেন ৬-০, ৬-১ গেমে মালদ্বীপের মোহাম্মদ আলসন সামীকে পরাজিত করে ফলে দ্বৈতের খেলা বাকি থাকতেই বাংলাদেশ ২-০ ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে জয় অর্জন করে। পরবর্তীতে দ্বৈতের খেলা বাংলাদেশের মোহাম্মদ হায়দার ও সৌরভ হোসেন ফাহিম জুটি ৬-০,৬-২ গেমে মালদ্বীপের মোহাম্মদ মুজাম্মেল লুক ও সালাম ইউফুফ জায়েন মোহাম্মদকে পরাজিত করে। ফলে বাংলাদেশ ৩-০ ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে জয়ী হয়।

বালিকা একক :
বালিকা এককের প্রথম ম্যাচে বাংলাদেশের সারা আল জসিম ২-৬, ৭-৬, ৬-১ গেমে নেপালের পানতা সারাকে এবং দ্বিতীয় এককে বাংলাদেশের জান্নাত হাওলাদার ২-৬ ৬-৪, ৬-৩ গেমে নেপালের ধোজে অনুশ্রীকে পরাজিত করে, ফলে দ্বৈতের খেলা বাকি থাকতেই বাংলাদেশ বালিকা দল ২-০ ম্যাচে নেপালের বিরুদ্ধে জয় লাভ করে। বালিকা দ্বৈতের খেলায় বাংলাদেশের সারা আল জসিম ও জান্নাত হাওলাদার জুটি ৬-৪, ৬-৩ গেমে নেপালের ধোজে অনুশ্রী ও জি সে আয়ুশা জুটিকে পরাজিত করে। ফলে বাংলাদেশ ৩-০ ম্যাচে নেপালের বিরুদ্ধে জয় লাভ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নেপাল জয় দিয়ে যাত্রা শুরু বাংলাদেশ দলের

আপডেট সময় : ১১:১৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

 

এশিয়ান টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ২০-২৪ মে ২০২৪ পর্যন্ত নেপাল টেনিস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় নেপালের কাঠমুন্ডুতে এশিয়া অনূর্ধ্ব-১২ দলগত প্রতিযোগিতা ২০২৪ ইভেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় স্বাগতিক নেপালসহ বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, ভ‚টান, পাকিস্তান ও বাংলাদেশের অনূর্ধ্ব-১২ বছরের বালক/বালিকা খেলোয়াড় ও ক্যাপ্টেন অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলসমূহের মধ্যে বালক বিভাগে দুটি গ্রুপ করা হয়েছে। বালক এককে বাংলাদেশ, ভারত ও মালদ্বীপ দল গ্রুপ-এ তে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং গ্রুপ-বি তে শ্রীলংকা, নেপাল, পাকিস্তান ও ভূটান দল প্রতিদ্বন্দ্বিতা করছে। অপরদিকে বালিকা দলে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, নেপাল ও মালদ্বীপ দল রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বালক একক :
বালক এককের প্রথম খেলায় বাংলাদেশের মোহাম্মদ হায়দার ৬-২, ৬-০ গেমে মালদ্বীপের সালাম ইউসুফ জায়েন মোহাম্মদকে পরাজিত করে এবং দ্বিতীয় এককে বাংলাদেশের মো: জোবায়ের হোসেন ৬-০, ৬-১ গেমে মালদ্বীপের মোহাম্মদ আলসন সামীকে পরাজিত করে ফলে দ্বৈতের খেলা বাকি থাকতেই বাংলাদেশ ২-০ ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে জয় অর্জন করে। পরবর্তীতে দ্বৈতের খেলা বাংলাদেশের মোহাম্মদ হায়দার ও সৌরভ হোসেন ফাহিম জুটি ৬-০,৬-২ গেমে মালদ্বীপের মোহাম্মদ মুজাম্মেল লুক ও সালাম ইউফুফ জায়েন মোহাম্মদকে পরাজিত করে। ফলে বাংলাদেশ ৩-০ ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে জয়ী হয়।

বালিকা একক :
বালিকা এককের প্রথম ম্যাচে বাংলাদেশের সারা আল জসিম ২-৬, ৭-৬, ৬-১ গেমে নেপালের পানতা সারাকে এবং দ্বিতীয় এককে বাংলাদেশের জান্নাত হাওলাদার ২-৬ ৬-৪, ৬-৩ গেমে নেপালের ধোজে অনুশ্রীকে পরাজিত করে, ফলে দ্বৈতের খেলা বাকি থাকতেই বাংলাদেশ বালিকা দল ২-০ ম্যাচে নেপালের বিরুদ্ধে জয় লাভ করে। বালিকা দ্বৈতের খেলায় বাংলাদেশের সারা আল জসিম ও জান্নাত হাওলাদার জুটি ৬-৪, ৬-৩ গেমে নেপালের ধোজে অনুশ্রী ও জি সে আয়ুশা জুটিকে পরাজিত করে। ফলে বাংলাদেশ ৩-০ ম্যাচে নেপালের বিরুদ্ধে জয় লাভ করে।