টানা দাবদাহের কবলে বাংলাদেশ
- আপডেট সময় : ০৫:২৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ২৫৮ বার পড়া হয়েছে
তাপমাত্রার পারদ ৪৩ ডিগ্রিতে, পানির সংকট
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
১৪ দিন ধরে টানা তাপপ্রবাহ। এরই মধ্যে সোমবার ৪৩ ডিগ্রিতে পৌছে গেল তাপমাত্রা। চলতি মৌসুমে টানা দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখনই রেকর্ড গড়ে পাবনার ঈশ্বরদীতে মাপমাত্রা ৪৩ ডিগ্রিতে ছুঁয়েছে। সোমবার পর্যন্ত এটিই সর্বোচ্চ তাপমাত্রা। চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৫ ডিগ্রি এবং ঢাকার তাপমাত্রা ৪০ ডিগ্রি। অস্বাভাবিক দাবদাহে রোজাদার ও সাধারণ খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগে। বৃষ্টির কোন পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া অফিস।
রেকর্ড এ গরমে ঢাকার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পানিয় জলের সংকট। আবার কোনো কোনো এলাকায় তো কয়েক বছর ধরেই এ সমস্যা বিরাজমান। যা কিনা রোজার শুরু থেকেই চরম আকার ধারণ করেছে। এলাকাবাসী জানান, ঢাকা ওয়াসার আঞ্চলিক কার্যালয়গুলোতে অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না।
এদিকে বাংলাদেশের পরিস্থিতি যখন এমন হাঁসফাঁস তখন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবু পোস্টে লেখেন, সোমবার সকাল ৯টা নাগাদ জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, সকাল ১০টার পর থেকে দুপুর ৩টার মধ্যে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
এর মধ্যে নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সর্বোচ্চ।

কোনো কোনো জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকার কথা উল্লেখ করে তিনি লেখেন, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল ও ঢাকা বিভাগের বেশিরভাগ জেলার তাপপ্রবাহ অবস্থা অপরিবর্তিত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এদিন ঢাকার তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।
সোমবার সকাল ৭টায় পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা শুষ্ক ও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।




















