জাহাজে আগুন নিরাপদে ফিরলো ৮০০ পর্যটক
- আপডেট সময় : ০৯:৫৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২ ২৪৯ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
গভীর রাতে পর্যটকবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও বেচে যান ৮০০ যাত্রী। চট্টগ্রামের পতেঙ্গার ওয়াটারবাস টার্মিনাল থেকে রাত ১০টা নাগাদ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় পর্যটকবাহী বিলাসবহুল জাহাজটি। গভীর রাতে চট্টগ্রামের বাঁশখালীর উপকূলের কাছাকাছি পৌছানোর পর জাহাজটির ইঞ্জিনরুমে আগুন লাগে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার জন্য যাত্রীদের লাইফ জ্যাকেট পরানো হয়।
কর্ণফুলী শিপবিল্ডার্স লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ হাসানুর রহমান জানান, জাহাজে বড় ধরনের সমস্যা হয়নি। ইঞ্জিনরুমে শর্ট সার্কিট হয়ে ধোঁয়া বের হচ্ছিল। মিনিট দুয়েকের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এঘটনায় জাহাজের কোন ক্ষতি হয়নি। ঘটনার পর যাত্রীরা আর সেন্টমার্টিন চাননি। শুক্রবার দুপুর নাগাদ জাহাজটি চট্টগ্রাম ফিরিয়ে আনা হয়।
মালিক পক্ষে জানানো হয়েছে, জাহাজটির প্রয়োজনীয় মেরামত শেষে পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে সিডিউল অনুযায়ী জাহাজটি চলবে। জাহাজে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকসহ প্রায় ৮০০ যাত্রী ছিলো বলে জানা গিয়েছে।

























