চন্দ্রিমায় জিয়ার মরদেহ নেই, প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৫৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১ ২১৮ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
চন্দ্রিমায় জিয়ার মরদেহ নেই, জেনেও নাটক কেন?
চন্দ্রিমা উদ্যানে জিয়ার মরদেহ নেই বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমান কোথায় যুদ্ধ করেছে? এমন নজির নাই। তিনি অস্ত্রহাতে নিয়ে যুদ্ধও করে নাই। দায়িত্ব দেওয়া হয়েছিল বলে নেতৃত্বে ছিল। কিন্তু যুদ্ধ লাগলেই দূরে থাকতো। চন্দ্রিমা উদ্যানেও জিয়ার মরদেহ নেই।
বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর আয়োজিত আলোচনা সভায় যুক্ত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।
এ সময় শেখ হাসিনা বলেন, বিএনপি জানে না চন্দ্রিমা উদ্যানে জিয়ার মরদেহ নাই? তাহলে এতো নাটক করে কেন? খালেদা জিয়া বা তারেক জিয়া কি কখনো তার মরদেহ দেখেছে? ওখানে একটা
বাক্স নিয়ে এসেছিল। সেখানে গিয়ে মারামারি ধস্তাধস্তি কেন? মারামারি ধস্তাধস্তির অভ্যাস তাদের এখনো যায়নি।
প্রধানমন্ত্র শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করতে গিয়েছিল। জনগণ তাকে ঘেরাও করে আটকও করে। তাকে ধরে এনে স্বাধীনতার ঘোষণাপাঠ করানো হয়। প্রথমদিকে অনেক আপত্তি ছিল তার। জনগণের চাপে পাঠ করেছিল।
আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্টের ঘাতক দল বাংলাদেশকে পাকিস্তানি কায়দার রাষ্ট্র বানাতে চেয়েছিল, কিন্তু তারা পারেনি।
সম্প্রতি চন্দ্রিমা উদ্যানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের সঙ্গে বিএনপিকর্মীদের সংঘর্ষে জড়ানোর প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরে গিয়েও যে মারামারি
করল বিএনপি, বিএনপি জানে না যে সেখানে জিয়ার কবর নাই? জিয়া নাই ওখানে? জিয়ার মরদেহ নাই? তারা তো ভালোই জানে।
কারণ ওখানে কোনো মরদেহ ছিল না। ওখানে একটা বাক্স আনা হয়েছিল। আর সেখানে ওই বাক্সের ফাঁক থেকে যারা দেখেছে একটু- সেই এরশাদের মুখ থেকেই শোনা, কমব্যাট ড্রেস পড়া ছিল। কারণ জিয়াউর রহমান তো তখন প্রেসিডেন্ট। তখন তো সে কমব্যাট ড্রেস পড়ে না। এটা
কি বিএনপির লোকেরা জানে না? তাদের সেখানে গিয়ে মারামারি, ধস্তাধস্তি করার চরিত্র তো এখনও যায়নি।






















