ছবি সংগৃহিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনায় মৃত্যুহীন দুটি দিন অতিক্রম করলো বাংলাদেশ। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ। কোভিড-১৯ সংক্রমণের ৭৩৯তম দিনেও মৃত্যুশূন্য বাংলাদেশ। অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার করোনায় হয়ে কেউ মারা যাননি। বুধবার ১৩ হাজার ১৭৯টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৮২ জন।
মোট শনাক্তর সংখ্যা ১৯ লাখ ৪৯ হাজার ৭২৫ জনে। মৃতের সংখ্যা ২৯ হাজার ১১২জন। প্রথম শনাক্ত ২০২০ সালের ৮ মার্চ এবং প্রথম মৃত্যু হয়েছিলো ১৮ই মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর এতথ্য জানিয়েছে।
বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন ১ হাজার ১৯২ জন। মোট সুস্থতার সংখ্যা ১৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর জানান, সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে, ৯০ লাখ ৯২ হাজার ৯০৬টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৫ লাখ ৮৫ হাজার ৭২৬টি। মোট পরীক্ষার এক কোটি ৩৬ লাখ ৭৮ হাজার ৬৩২টি নমুনা। তাতে শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫০ হাজার ১২৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৬৭ শতাংশ।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনায় এখন পর্যন্ত ৪৬ কোটি ২২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬০ লাখ ৭৫ হাজারের বেশি। সুস্থ হয়ে ওঠেছেন ৩৯ কোটি ৫৪ লাখের বেশি মানুষ।