Temperature : নামছে তাপমাত্রার পারদ, সাগরে লঘুচাপের আভাস
- আপডেট সময় : ০৭:২৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ ২৬৯ বার পড়া হয়েছে
‘ঢাকার আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানাচ্ছেন, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে’
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
সময়টা তাপমাত্রার পারদ নামার। কম বেশি হলেও হতে পারে। এটাই স্বাভাবিক। তবে, সঙ্গে যদি লঘু চাপের পূর্বাভাস আছড়ে পড়ে তবে সেটাই হচ্ছে ভাবনার। তাপমাত্রা কমার প্রবণতা শুরু হয়ে গিয়েছে।
নদ-নদীতে ঘন কুয়াশা দেখা দেওয়ায় নৌযানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এবারের কতটা শীতের দাপট তা এখনও জানা যায়নি। এই অঞ্চল তথা পশ্চিমবঙ্গ-বাংলাদেশ ও উত্তরপূর্ব ভারতের অনেক জায়গায় তাপমাত্রা ১৩’তে নেমে এসেছে। আবহাওয়াবিদরা বলছেন, হিমের হাওয়ার আগমনে তাপমাত্রা নেমে আসার বিষয়টি এই সময়ে স্বাভাবিক।
বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাংলাদেশের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে ১৪ দশমিক ৮ ডিগ্রি, দিনাজপুরে ১৪ দশমিক ৭ ডিগ্রি এবং বদলগাছীতে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ দশমিক ২ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ৩২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আগামী দু’দিনে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আর বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে রাতের তাপমাত্রা কমতে পেতে পারে।






















