ছবি সংগ্রহ
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের ‘সীতাকুণ্ড কনটেইনার ডিপোতে’ বিধ্বংসী বিস্ফোরণে অত্যন্ত ১০জন নিহত হয়েছেন। বহু সংখ্যক আহত হয়েছেন বলে ধারণা করা হয়েছে। আহতদের কমপক্ষে ৫০জনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে ডিপোর শ্রমিক, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন। নিহতদের মধ্যে ফায়ারসার্ভিস কর্মীও রয়েছে। পা হারিয়েছেন তুহিন নামের একজন পুলিশ সদস্য। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক তা নিশ্চিত করেন।
চট্টগ্রাম হাসপাতালে মানুষের ভিড় ছবি সংগ্রহ
জানা গিয়েছে, শনিবার রাত ১০টা নাগাদ ডিপোতে আগুনের সূত্রপাত। খবর পেয়ে পাশ্ববর্তী কুমিডা ফায়ার সার্ভিসের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর একে একে ভিন্ন স্টেশনের ফায়ার সার্ভিসের ইঞ্জিন ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন লাগার কারণ জানা যায়নি।
কনটেইনার ডিপোটে জ্বলছে আগুন ছবি সংগ্রহ
রাত ১১টা নাগাদ অপ্রত্যাশিতভাবে রাসায়নিক কনটেইনারে ঘটে সেই বিধ্বংসী বিস্ফোরণ! বিস্ফোরণ আছড়ে পড়ে আশপাশের প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে। তাতেই বাড়িঘরের জানালার কাচ ভেঙে পড়ে। আতঙ্ক দেখা দেয় সাধারণের মধ্যে। আহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা চলাকালে ৮জন এবং রবিবার সকালে ডিপো থেকে আরও দুই জনের মরদেহ উদ্ধার করার কথা জানায় পুলিশ, হাসপাতাল ও বিভিন্ন সূত্র।
নিহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। অজ্ঞাতদের তালিকায় একজন ফায়ার সার্ভিস কর্মী থাকার কথা জানায় ফায়ার সার্ভিস। নিহত তিনজন ডিপোর আইসিটি কাউন্টারে কতর্ব্যরত মবিনুল হক, মহিউদ্দিন (২৪) ও হাবিবুর রহমান (২৩)।