Shahparan Uddin : ঈদুল আজাহা উপলক্ষে ত্রিপুরাবাসীকে ঈদের শুভেচ্ছা

- আপডেট সময় : ১০:১৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২ ১৭৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহপরান উদ্দিন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিশ্বের অন্যতম গণতান্ত্রিক ও ভ্রাতৃত্ব বন্ধনের দেশ ভারতেও ঈদুল আজাহা উদযাপন হয়ে থাকে। ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ উপলক্ষে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ত্রিপুরার মুসলিম ধর্মাবলম্বী মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, ‘এক দেহ-এক প্রাণ’ চেতনায় বিশ্বাসী পুরো মুসলিম মিল্লাত। ইসলামের অপরিহার্য বিধান উপেক্ষা করার কারণেই পরস্পর হিংসা-বিদ্বেষ, নিন্দাবাদের ঘৃণ্য কাদা ছোড়াছুড়ি। এ থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করা। আমাদের সবাইকে সর্বস্তরের মানুষের প্রতি সম্মান ও ভালবাসা নিয়ে কাজ করতে হবে।

খেলোযারদের সঙ্গে শাহপরান উদ্দিন
শাহপরান উদ্দিন সংখ্যালঘু মোর্চার সভাপতিই নন, সংখ্যালঘু কো-অপারেটিভ ডেভলপমেন্ট কর্পোরেশনের পরিচালক এবং সাবডিভিশন ওয়াক্ফ বোর্ডের সম্মানিত চেয়ারম্যান। এছাড়া বিভিন্ন সমাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত। বিশেষ করে খেলাধুলাকে আরও উন্নতস্থানে নিয়ে যেতে নিরন্তন কাজ করে চলেছেন শাহপরান উদ্দিন।