Sampriti Bangladesh : ‘অপপ্রচারকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক’
- আপডেট সময় : ০৯:২০:১৩ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২ ৩২০ বার পড়া হয়েছে
সম্প্রীতি বাংলাদেশ সংগ্রহ
‘আমাদের সবাইকে ভালো থাকতেই সম্প্রীতির ছাতার তলায় ঐক্যবদ্ধ হতে হবে, গুজবে কান না দিয়ে সত্যিটাকে জানবার চেষ্টা করতে হবে, প্রান্তিক পর্যায়ে সচেতনতার কোন বিকল্প নেই, প্রচার সেল কাজ শুরু করবে’
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৩-এর শেষে না হলেও ২০২৪ সালের শুরুতে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে সুযোগসন্ধ্যানী গোষ্ঠী নানা রকমের অপপ্রচার, গুজবসহ নানা অপকম চালাতে ব্যস্ত হয়ে ওঠে। নির্বাচনকে পূজি করে ভুয়া সংবাদ ও গুজব ছাড়ানোসহ নানা প্রকারের অপপ্রচারই নয়, কোন কোন ক্ষেত্রে সাম্প্রদায়িক হিংসার ঘটনাও ঘটে থাকে। মুক্তিযুদ্ধের সচেতনায় বিশ্বাসী সরকারকে সবচেয়ে বেশি অপপ্রচারের মুখোমুখি হতে হয়। সকল ধরণের গুজব, অপপ্রচার এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি আঘাত রুখতে সকল শ্রেণীপেশার মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ডাক দিয়েছে ‘সম্প্রীতি বাংলাদেশ’।
সম্প্রীতি বাংলাদেশ-সাংগঠনিক বৈঠক
গুজবসহ নানা ধরণের অপপ্রচার রুখতে একটি প্রচার সেল গঠনের সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে সম্প্রীতি বাংলাদেশ। প্রচার সেলের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে সচেতনতায় সম্প্রীতির বার্তা পৌছে দেওয়া হবে। সচেতনতার কোন বিকল্প নেই। বিশেষ করে বাংলাদেশ প্রেক্ষিতে প্রান্তিক জনগোষ্ঠীকে ‘সম্প্রীতির ছাদের তলায়’ নিয়ে আসার লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকায় বড় সমাবেশের প্রস্তুতি নিয়েছে সম্প্রীতি বাংলাদেশ।
প্রচার সেল গঠন, ঢাকায় সমাবেশ এবং তৃণমূল পর্যায়ে কাজের পরিধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় গেল মঙ্গলবারের সাংগঠনিক বৈঠক করেছে। এদিন ‘সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রা’ স্লোগানকে প্রতিপাদ্য করে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে অরাজকতা তৈরি ষড়যন্ত্র হতে পারে। এই বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। গুজবে কান না দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ষড়যন্ত্রকারীদের গুজবের ফাঁদে পা দেবেন না।

ফাইল ছবি সংগ্রহ
‘সম্প্রতি বাংলাদেশে’র সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, নির্বাচন এলেই সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটে থাকে। এর মূল কারণ হচ্ছে, সাম্প্রদায়িক অপশক্তি দেশে অস্থিরতা সৃষ্টি করে ফায়দা লুটতে চায়। তারা বিভিন্ন সময়ে ষড়যন্ত্র চালায়, গুজব ছড়ায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বার্থন্বেষী মহল যাতে করে ‘সাম্প্রদায়িক সহিংসতা’ ছড়াতে না পারে, সে ব্যাপারে সবাইকে নজর রাখতে হবে। কারণ আমরা সবাই ভালো থাকলে দেশ-সমাজ ভালো থাকবে। এক্ষেত্রে দেশজুড়ে সচেতনতামূলক কর্মকান্ড চালাতে একটি ‘প্রচার সেল’ গঠনের সিদ্ধান্তের কথাও ওঠে আসে সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের বক্তব্যে।
সম্প্রীতি বাংলাদেশ’র আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা পীযূষ বন্দ্যোপাধ্যায়ের ষবাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক আলী হাবিবের সঞ্চলনায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী সিকদার, ইউজিসির সাবেক চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, বিমান বড়ুয়া, অসিম সরকার, বিধান চন্দ্র দাস, মার্টিন অধিকারী, জাকির হোসেন, ড.নাসিম আকতার, আসাদুজ্জামান চৌধুরী, নিরঞ্জন রায়, মিহির কান্তি ঘোষাল, তাপস হালদার, বিপ্লব পাল, সাইফ আহমেদ প্রমুখ।























