road accident : দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ৮

- আপডেট সময় : ১১:০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২ ৩৪২ বার পড়া হয়েছে
মুখোমুখি সংর্ঘষে দুমড়েমুচড়ে যাওয়া একটি বাস ছবি: সংগ্রহ
নিউজ ডেস্ক
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতর সংখ্যা ৮। দুই বাসের সহকারীসহ ছয়জনের পরিচয় মিলেছে। রবিবার মধ্যরাতে
রংপুরের তারাগঞ্জের ঘটনা।
পুলিশ সূত্রের খবর, রাত সাড়ে ১২টা নাগাদ রংপুর-দিনাজপুর মহাসড়কের ইকরচালী হাজীপাড়া খারুভাজ সেতুর কাছে সৈয়দপুরগামী ও ঢাকাগামী দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যায়।
আহতদের স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সোমবার ভোরে রাতে উদ্ধারকাজ শেষ হয়।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার নুরুজ্জামান বলেন, রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান। ভারী বৃষ্টির মধ্যে গাড়ির সামনের দুমড়েমুচড়ে যাওয়া অংশের রড কেটে আহত অন্তত ৫০ যাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় পাঁচজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহাবুব মোর্শেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ভারী বৃষ্টির মধ্যেই উদ্ধার কাজ চলে।