religious guru : ধর্মগুরুদের প্ররোচনায় হিজরতের নামে ঘর ছাড়ে ৯ তরুন-তরুণী

- আপডেট সময় : ০৮:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩ ১৯০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
অনলাইনে ধর্মীয় অপব্যাখ্যায় ব্যাখ্যায় উদ্বুদ্ধ হয়ে ঘর ছাড়েন ৯ তরুণ-তরুণী। তাদের দাবি নির্জনে ইবাদত করতে বাড়ি থেকে বের হয়ে পৌঁছে যান জঙ্গি ক্যাম্পে। ভুল বুঝতে পেরে সেখান থেকে ফিরে আসলেও পরিবারে ফিরে যেতে না পেরে বিভিন্ন স্থানে ঘুরতে থাকেন। এসময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তাদের হেফাজতে নিয়ে কাউন্সিলিংয়ের পর পরিবারের কাছে হস্তান্তর করে।
কথিত ধর্মগুরুদের প্ররোচনায় হিজরতের নামে ২২ ডিসেম্বর ঘর ছাড়া এসব তরুণ-তরুণী পার্বতাঞ্চল রাঙামাটি থেকে চট্টগ্রামে ফিরে আসলে খবর পেয়ে ২৫ ডিসেম্বর র্যাব তাদের হেফাজতে নেয়। তাদের কাউন্সিল শেষে সোমবার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

সোমবার ঢাকার উত্তিরায় র্যাব হেডকোয়ার্টারে্যাব ‘নব দিগন্তের পথে’ নামে এক অনুষ্ঠানের মাধ্যমে ঘরে ছাড়া ৯ তরুণ-তরুণীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। যেখানে সবিস্তার ঘটনা বর্ণনা তুলে ধরার হয় র্যাবের তরফে।
র্যাব জানায়, ঘর ছাড়া পড়ুয়ারা বিভিন্ন এলাকার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দুনিয়া কিয়ে মুসাফির নামে একটি ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে ধর্মীয় দীক্ষার নামে উগ্রবাদী চিন্তায় উদ্বুদ্ধ হয়। নির্বিঘ্নে ধর্ম পালনের জন্য পাহাড়ি এলাকার নিরিবিলি পরিবেশে যাওয়ার আহ্বানে ঘর ছাড়েছিল তারা।