`আচমকা ধসের কারণে পণ্যবাহী লরি, প্রাইভেট কার ও অন্যান্য যানবাহ উল্টে পড়ে। এতে বিপুল পরিমাণ ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ধসের কারণে সকল যোগাযোগ বন্ধ রয়েছে’
অভিজিৎ বণিক, রামকৃষ্ণনগর, করিমগঞ্জ (অসম)
বরাক উপত্যকাই নয়, মেঘালয়ের মহাসড়কে ভয়াবহ ধসের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ত্রিপুরা, মিজোরাম ও পাশ্ববর্তী অঞ্চল। অব্যহত ভারীবর্ষণে বুধবার জাতীয় সড়কের মেঘালয়ে প্রায় ৪০ মিটার এলাকাজুড়ে এই ধস। আচমকা ধসের কারণে পণ্যবাহী লরি, প্রাইভেট কার ও অন্যান্য যানবাহ উল্টে পড়ে। এতে বিপুল পরিমাণ ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ধসের কারণে সকল যোগাযোগ বন্ধ রয়েছে।
জাতীয় সড়ক ধসের কারণে উভয় দিকে পণ্যবাহী লরিসহ হাজারখানেক বিভিন্ন ধরণের যানবাহন আটকে গেছে। সঙ্গে আটকে আছেন কয়েক হাজার যাত্রী। কিন্তু বর্ষণের কারণে উদ্ধার কাজ পিছিয়ে যাচ্ছে।
গত কয়েক দিনের টানা বর্ষণে ৬ নম্বর জাতীয় সড়কের সোনাপুর, কুলিয়াঙ ও রাতাছড়া এলাকায় প্রায় ৪০ মিটার সড়ক ধসে যায়। বুধবার ওই ঘটনার পর থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে বরাক-ব্রহ্মপুত্র সংযোগ।