Myanmar Mortar Shell : মিয়ানমারের মর্টার শেল ঘুমধুম সীমান্তে
- আপডেট সময় : ০৯:৪৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২ ২২২ বার পড়া হয়েছে
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকায় পড়া মর্টার সেল : ছবি সংগ্রহ
ভয়েস ডিজিটাল ডেস্ক
রবিবার বেলা ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা দুটি মর্টার শেল এসে পড়ে বাংলাদেশের ঘুমধুমে। অবশ্য অবিস্ফোরিত অবস্থায় থাকায় বড় ধরণের কোন দুর্ঘটনা ঘটেনি। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়ায়। মোহাম্মদ আনিস নামে স্থানীয় এক বাসিন্দা সংবাদমাধ্যমকে বলেন, বিকালে বিকট শব্দে একটি গোলা উত্তরপাড়ার আয়াজের বাড়ির কাছে এসে পড়ে।
এরপর আরও একটি গোলা কাছাকাছি রাস্তায় নিক্ষেপ এসে পড়ে। গ্রামবাসী আতঙ্কে আছেন। জানা গেছে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকার জনবসতিতে এসে পড়ে মিয়ানমারের ছোঁড়া মর্টার শেল।
আতঙ্কিত এলাকাবাসী ছবি সংগ্রহ
স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, গত দুই সপ্তাহ ধরে ওপারে গোলাগুলি হচ্ছে। বিভিন্ন সূত্রে তারা জেনতে পেরেছেন, রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। এতদিন পাহাড়ে গোলা ছুড়লেও আজ উত্তরপাড়ায় মর্টার শেলগুলো পড়েছে। এতে স্থানীয়রা আতঙ্কে রয়েছেন। ঘটনাস্থলে বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন।
সীমান্তে দায়িত্বরত বিজিবির কোনও বক্তব্য পাওয়া গেলেও বিজিবির একটি সূত্র জানিয়েছে, সীমান্তে কঠোর নজরদারি করা হচ্ছে। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন ওই সীমান্তের বিজিবির জোয়ানরা। ঘুমধুমের দক্ষিণ কোনাপাড়া সীমান্তের শূন্যরেখায় বাস করা ৬২১টি পরিবারের ৪ হাজার ২০০ রোহিঙ্গাও আতঙ্কিত হয়ে পড়েছেন।





















