ঈদ শেষে ঢাকামুখো মোটর বাইকের জট পদ্মার দক্ষিণ তীর বাংলাবাজার ফেরিঘাটে ছবি : সংগ্রহ
‘পাঁচ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে মোট ৮৭ জন, মোট দুর্ঘটনার প্রায় ৫০ শতাংশ মোটরবাইক, পাঁচ দিনে মোট মৃত্যুর ৪৯.৪ শতাংশ মোটরবাইক দুর্ঘটনা, এটি গত বছরের ১৪ দিনের তুলনায় ৬.৩ শতাংশ বেশি’
বিশেষ প্রতিনিধি, ঢাকা
এবারের ঈদ উপলক্ষে প্রায় ২৫ লাখ মোটরবাইক ঢাকার বাইরে গিয়েছে জানা গিয়েছে। নিয়ম না থাকলেও এই বিপুলসংখ্যক মানুষ ঝুঁকি নিয়ে মহাসড়কে মোটরবাইক চালিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়ি ছুটে যান।
আইনের তোয়াক্কা না করে মহাসড়কে মোটরবাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়তে হয়েছে। গত কয়েকদিনে দুর্ঘটনায় আহত একহাজারের বেশি মানুষ ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের অধিকাংশই মোটরবাইক দুর্ঘটনায় আহত হয়েছেন।
শুক্রবার সড়ক দুর্ঘটনায় নিহত প্রাণ ১৩ জনের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতর সংখ্যা ১০ জন। এ নিয়ে গত পাঁচ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে মোট ৮৭ জন। মোটরবাইট চাপা পড়ে মারা গেছে ৪৩ জন। যা মোট দুর্ঘটনার প্রায় ৫০ শতাংশ।
যাত্রী কল্যাণ সমিতির দেওয়া তথ্যে মতে, গত বছর ঈদুল ফিতরের আগে পরে ১৪ দিনে ৩১৮টি দুর্ঘটনায় ৩২৩ জন মারা গেছে। এর মধ্যে ১৪৪টি মোটরবাইক দুর্ঘটনায় ১৩৯ জন নিহত হয়। এটা মোট দুর্ঘটনার ৪৫.২৮ শতাংশ। আর মোট মৃত্যুর ৪৩.০৩ শতাংশ হয়েছিল মোটরবাইক দুর্ঘটনায়।
এ বছর গত পাঁচ দিনে মোট মৃত্যুর ৪৯.৪ শতাংশ মোটরবাইক দুর্ঘটনা। এটি গত বছরের ১৪ দিনের তুলনায় ৬.৩ শতাংশ বেশি।