ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের হারে ইতিহাসের চাবিকাঠি বাংলাদেশের হাতে তরুণদের কর্মসংস্থান ও বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি: তারেক রহমান ঢাকায় অনুষ্ঠিত এশিয়ার সর্ববৃহৎ সরস্বতী পূজা, ‘গ্রিনেসবুকে’ নাম লিখানোর উদ্যোগ রমজানের আগে বাজারে মূল্যচাপ, নিত্যপণ্যে ঊর্ধ্বগতি অব্যাহত সংঘবদ্ধ গোষ্ঠী  নির্বাচন বানচালে দেশজুড়ে গুপ্ত হামলা চালাচ্ছে: মির্জা ফখরুল যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে বসছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা, তারপরও ভারতে ম্যাচ! আইসিসির ভূমিকা নিয়ে প্রশ্ন ফারুকীর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ আগামী নির্বাচনে ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ সরস্বতী পূজা, ‘গ্রিনেসবুকে’ উদ্যোগ

Ministry of Commerce : কৃত্রিম সংকট সৃষ্টিকারীরদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ ৩১৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি

 

পণ্য মজুত সন্তোজনক, রমজানে সংকট হবে না `কৃত্তিম সংকট সৃষ্টি দেখিয়ে মূল্যবৃদ্ধির চক্রান্তকারী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, মাঠে নামবে হাসিনা প্রশাসন, বিশ্বভোক্তা অধিকার দিবসে কঠোর হুশিয়ারি বাণিজ্যমন্ত্রীর’

 

আমিনুল হক, ঢাকা

 

চাহিদার তুলনায় নিত্যপণ্যের মজুত যথেষ্ট। স্বাভাবিক পরিস্থিতিকে কোন সংঘবদ্ধ গোষ্ঠী কৃত্রিম সংকট দেখিয়ে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টাকারী প্রতিহত করতে সরকার সচেষ্ট। রমনা ঘিরে পণ্যবাজারে অস্থিরতা সৃষ্টিকারীদের কোন ছাড় দেওয়া হবে না। কেননা রমজানে বাজারে পণ্যে টান পড়তে পারে, এমন পরিস্থিতি নেই। মজুতের পরিমাণ যথেষ্ট। এক্ষেত্রে ব্যবসায়ীদের মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।

সোমবার সচিবালয়ে তার কার্যালয়ে ভোক্তদিবসকে সামনে রেখে সাংবাদিক বৈঠকে যুক্ত হয়ে এসব তথ্য তুলে ধরেন। ১৫ মার্চ বাংলাদেশে ভোক্ত অধিকার দিবস পালন করা হয়ে থাকে। বলা যায় রমজান একে বারেই দোর গোড়ায়। এমাসে ছোলা, মসুর ও খেসারী ডাল, বেষণ, ভোজ্যতেলের চাহিদাটা দ্বিগুণে ওঠে যায়। কাঁবাজারও রীতিমত উপত্ত হয়ে ওঠে। পেঁয়াজ, শশা ও কাঁচালঙ্কার মূল্যবৃদ্ধি যেন নিয়মে বাধা। অথচ বাংলাদেশের প্রতিটি বাজারে সকল পণ্যে আমদানি যথেষ্ট।

আরবআমিরাত সফল শেষে রবিবার ঢাকায় পৌছেই রমনাকে সামনে রেখে সোমবার মন্ত্রীপরিষদ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিয়াম সাধনার মাসটিতে সাধারণ মানুষের যেন কোন প্রকারের কষ্ট না হয়, বিশেষ করে ভোজ্যতেল ও নিত্যমূল্য স্বাভাবিক রাখতে আমদানি পর্যায়ে ভ্যাটের পরিমাণ ১৫% থেকে কমিয়ে ৫ শতাংশ এবং ভোক্তপর্যায়ে আরও ৫% কমানোর নির্দেশ দিয়েছেন। সোমবার রাতেরই ১০% ভ্যাট রেয়াদ করে প্রজ্ঞাপন জারি করেছে দেশটির রাজস্ব বিভাগ।

সোমবারের সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে সকল পণ্যের চাহিদার যথেষ্ট সন্তোষজনক। তিনি আশা করেন রমজান মাসে পণ্যমূল্য স্বাভাবিক থাকবে। এ ক্ষেত্রে ব্যবসায়ী মহলকে মানবিক দৃষ্টিকোন থেকে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। দুনিয়ায় ধর্মীয় অনুষ্ঠান-পার্বনকে সামনে রেখে পণ্যমূল্য কোন কোন ক্ষেত্রে অর্ধেকেরও বেশি কমিয়ে দেন ব্যবসায়ীরা। কারণ সকল শ্রেণীপেশার মানুষ যেন উৎসব পালন করতে পালন। কিন্তু বাংলাদেশ এর ক্ষেত্রে ব্যতিক্রম! রমজানকে টার্গেট করে একটি মোটা দাগের ব্যবসায়ী গোষ্ঠী মুনাফা লুটতে ওৎ পেতে থাকে। এতে করে সাধারণ ভোক্তারা কঠোর সমস্যায় পড়েন। তাদের নির্ধারিত বাজেটে টান পড়ে।

তবে ভোক্তাঅধিকার নিশ্চিতে সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে হাসিনা সরকার। বাণিজ্যমন্ত্রী জানান, ভোক্তার চাহিদা মাফিক পণ্য সরবরাহ এবং ন্যায্য মূল্য নিশ্চিতে পাঠ পর্যায়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এবারের হাসিনা সরকারের ডিজিটাল বাংলাদেশে বিশ^ ভোক্তা অধিকার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’। বাণিজ্যমন্ত্রী জানান, ভোক্তার অধিকার নিশ্চিত ও কল্যাণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ‘ভোক্তা বাতায়ন শীর্ষক হটলাইন সার্ভিস নম্বর ১৬১২১ চালু করা হয়েছে। প্রতিদিন প্রায় শতাধিক অধিকার বঞ্চিত ভোক্তা হটলাইনে কল করে নানা অভিযোগ-অসংগতি জানাচ্ছেন। জানানো এসব বিষয় তদন্তে প্রমাণ হলে তাৎক্ষনিক আরোপিত জরিমানার ২৫% ভোক্তা পেয়েছে যাবেন। দেশব্যাপী বাজার মনিটরিং ও অভিযান জোরদার করা হয়েছে।

সাধারণ ভোক্তাদের প্রাপ্য অধিকার সম্পর্কে সচেতন করতে সংবাদমাধ্যকেও এগিয়ে আসার অনুরোধ রেখে বাণিজ্য মন্ত্রী বলেন, সমাজ সচেতনতায় সংবামাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিভিন্ন সময়ে কোন কারণে বাজারে নিত্যপণ্যের সংকট দেখা দিলে বাণিজ্যমন্ত্রকের অধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) ট্রাকযোগে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির ব্যস্থা করে থাকে। রমজান উপলক্ষ্যে দেশব্যাপী নিম্ন আয়ের এক কোটি পরিবারের কাছে সাশ্রয়ীমুল্যে ভোজ্যতেল, ছোলা, পেঁয়াজ ইত্যাদি বিক্রি করবে। তাতে করে প্রায় পাঁচ কোটি মানুষ উপকৃত হবেন।

মন্ত্রকের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, অতিরিক্ত সচিব (আইআইটি) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এবং অতিরিক্ত সচিব (এফটিএ) নূর মো. মাহবুবুল হক এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Ministry of Commerce : কৃত্রিম সংকট সৃষ্টিকারীরদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি!

আপডেট সময় : ০৮:৩৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি

 

পণ্য মজুত সন্তোজনক, রমজানে সংকট হবে না `কৃত্তিম সংকট সৃষ্টি দেখিয়ে মূল্যবৃদ্ধির চক্রান্তকারী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, মাঠে নামবে হাসিনা প্রশাসন, বিশ্বভোক্তা অধিকার দিবসে কঠোর হুশিয়ারি বাণিজ্যমন্ত্রীর’

 

আমিনুল হক, ঢাকা

 

চাহিদার তুলনায় নিত্যপণ্যের মজুত যথেষ্ট। স্বাভাবিক পরিস্থিতিকে কোন সংঘবদ্ধ গোষ্ঠী কৃত্রিম সংকট দেখিয়ে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টাকারী প্রতিহত করতে সরকার সচেষ্ট। রমনা ঘিরে পণ্যবাজারে অস্থিরতা সৃষ্টিকারীদের কোন ছাড় দেওয়া হবে না। কেননা রমজানে বাজারে পণ্যে টান পড়তে পারে, এমন পরিস্থিতি নেই। মজুতের পরিমাণ যথেষ্ট। এক্ষেত্রে ব্যবসায়ীদের মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।

সোমবার সচিবালয়ে তার কার্যালয়ে ভোক্তদিবসকে সামনে রেখে সাংবাদিক বৈঠকে যুক্ত হয়ে এসব তথ্য তুলে ধরেন। ১৫ মার্চ বাংলাদেশে ভোক্ত অধিকার দিবস পালন করা হয়ে থাকে। বলা যায় রমজান একে বারেই দোর গোড়ায়। এমাসে ছোলা, মসুর ও খেসারী ডাল, বেষণ, ভোজ্যতেলের চাহিদাটা দ্বিগুণে ওঠে যায়। কাঁবাজারও রীতিমত উপত্ত হয়ে ওঠে। পেঁয়াজ, শশা ও কাঁচালঙ্কার মূল্যবৃদ্ধি যেন নিয়মে বাধা। অথচ বাংলাদেশের প্রতিটি বাজারে সকল পণ্যে আমদানি যথেষ্ট।

আরবআমিরাত সফল শেষে রবিবার ঢাকায় পৌছেই রমনাকে সামনে রেখে সোমবার মন্ত্রীপরিষদ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিয়াম সাধনার মাসটিতে সাধারণ মানুষের যেন কোন প্রকারের কষ্ট না হয়, বিশেষ করে ভোজ্যতেল ও নিত্যমূল্য স্বাভাবিক রাখতে আমদানি পর্যায়ে ভ্যাটের পরিমাণ ১৫% থেকে কমিয়ে ৫ শতাংশ এবং ভোক্তপর্যায়ে আরও ৫% কমানোর নির্দেশ দিয়েছেন। সোমবার রাতেরই ১০% ভ্যাট রেয়াদ করে প্রজ্ঞাপন জারি করেছে দেশটির রাজস্ব বিভাগ।

সোমবারের সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে সকল পণ্যের চাহিদার যথেষ্ট সন্তোষজনক। তিনি আশা করেন রমজান মাসে পণ্যমূল্য স্বাভাবিক থাকবে। এ ক্ষেত্রে ব্যবসায়ী মহলকে মানবিক দৃষ্টিকোন থেকে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। দুনিয়ায় ধর্মীয় অনুষ্ঠান-পার্বনকে সামনে রেখে পণ্যমূল্য কোন কোন ক্ষেত্রে অর্ধেকেরও বেশি কমিয়ে দেন ব্যবসায়ীরা। কারণ সকল শ্রেণীপেশার মানুষ যেন উৎসব পালন করতে পালন। কিন্তু বাংলাদেশ এর ক্ষেত্রে ব্যতিক্রম! রমজানকে টার্গেট করে একটি মোটা দাগের ব্যবসায়ী গোষ্ঠী মুনাফা লুটতে ওৎ পেতে থাকে। এতে করে সাধারণ ভোক্তারা কঠোর সমস্যায় পড়েন। তাদের নির্ধারিত বাজেটে টান পড়ে।

তবে ভোক্তাঅধিকার নিশ্চিতে সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে হাসিনা সরকার। বাণিজ্যমন্ত্রী জানান, ভোক্তার চাহিদা মাফিক পণ্য সরবরাহ এবং ন্যায্য মূল্য নিশ্চিতে পাঠ পর্যায়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এবারের হাসিনা সরকারের ডিজিটাল বাংলাদেশে বিশ^ ভোক্তা অধিকার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’। বাণিজ্যমন্ত্রী জানান, ভোক্তার অধিকার নিশ্চিত ও কল্যাণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ‘ভোক্তা বাতায়ন শীর্ষক হটলাইন সার্ভিস নম্বর ১৬১২১ চালু করা হয়েছে। প্রতিদিন প্রায় শতাধিক অধিকার বঞ্চিত ভোক্তা হটলাইনে কল করে নানা অভিযোগ-অসংগতি জানাচ্ছেন। জানানো এসব বিষয় তদন্তে প্রমাণ হলে তাৎক্ষনিক আরোপিত জরিমানার ২৫% ভোক্তা পেয়েছে যাবেন। দেশব্যাপী বাজার মনিটরিং ও অভিযান জোরদার করা হয়েছে।

সাধারণ ভোক্তাদের প্রাপ্য অধিকার সম্পর্কে সচেতন করতে সংবাদমাধ্যকেও এগিয়ে আসার অনুরোধ রেখে বাণিজ্য মন্ত্রী বলেন, সমাজ সচেতনতায় সংবামাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিভিন্ন সময়ে কোন কারণে বাজারে নিত্যপণ্যের সংকট দেখা দিলে বাণিজ্যমন্ত্রকের অধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) ট্রাকযোগে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির ব্যস্থা করে থাকে। রমজান উপলক্ষ্যে দেশব্যাপী নিম্ন আয়ের এক কোটি পরিবারের কাছে সাশ্রয়ীমুল্যে ভোজ্যতেল, ছোলা, পেঁয়াজ ইত্যাদি বিক্রি করবে। তাতে করে প্রায় পাঁচ কোটি মানুষ উপকৃত হবেন।

মন্ত্রকের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, অতিরিক্ত সচিব (আইআইটি) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এবং অতিরিক্ত সচিব (এফটিএ) নূর মো. মাহবুবুল হক এসময় উপস্থিত ছিলেন।