বিয়ের পর দুই স্ত্রীর সঙ্গে রনি : ছবি সংগ্রহ
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
ইতির সঙ্গে রনির বহুদিনের প্রেম। এক পর্যায়ে মন্দিরে গিয়ে বিয়েও করেন। তবে তা গোপন রাখেন। দু’জনের গোপন দুনিয়ায় হানা দেয় মমতা রানি। রণি তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান।
রাতের অন্ধকারে মমতার সঙ্গে দেখা করতে গিয়ে রনি একদিন ধরা পড়ে যায়। এমন পরিস্থিতে গত ১৩ এপ্রিল মমতা ও রনির বিয়ের আয়োজন করা হয়। এর খবর পেয়ে প্রথম স্ত্রী ইতি রাণি রনির বাড়িতে উপস্থিত হয়ে অনশনে বসেন। নিরুপায় হয়ে তিন পরিবার মিলে রোহিনী চন্দ্র বর্মন রনির (২৫) সঙ্গে দুই প্রেমিকা ইতি রানি (২০) এবং মমতা রানির (১৮) বিয়ের সিদ্ধান্ত নেন।
এরপর বুধবার রাতে বাংলাদেশের উত্তরজনপদের পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষীদ্বার গ্রামে রনির বাড়িতে আনুষ্ঠানিকভাবে দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করেন রনি।
রনির বাবা যামিনী চন্দ্র বর্মন সংবাদমাধ্যমকে বলেন, দুইজনকে একসঙ্গে ঘরে তুলতে আমাদের আপত্তি ছিল না। আগের বিয়ের ব্যাপারে জানা ছিল না বলে নতুন করে ফের বিয়ের আয়োজন করেন তিনি। আর ইতি রানীর বাবা গিরিশ চন্দ্রের কোনো অভিযোগ নেই। রোহিনীর বাড়িতে আনুষ্ঠানিক বিয়েতে তারা তিন পরিবারের লোকজনই ছিলেন।