ছবি সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২৬ মাস পর চালু হচ্ছে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস। রবিবার সকাল সোয়া আটটায় কলকাতার পথে ঢাকার ক্যান্টমেন্ট স্টেশন ছেড়ে যাবে মৈত্রী এক্সপ্রেস। সেই সঙ্গে যাত্রীদের স্বস্তি নিয়মিত চালু হবে ঢাকা-কলকাতা যাত্রীবাহী মৈত্রী ট্রেন। অপর দিকে একই দিনে কলকাতা ও খুলনার মধ্যে বন্ধন এক্সপ্রেসটিও চালু হবে। করোনা মহামারি থাবায় ২০২০ সালের ১৫ মার্চ আন্তঃসীমান্ত রেলপরিষেবা বন্ধ হয়ে গিয়েছিলো।
দিল্লী থেকে ভার্চ্যুয়ালী বাংলাদেশ-ভারতের রেলপথ মন্ত্রী যৌথভাবে ট্রেনযাত্রার উদ্বোধন করবেন। এই আয়োজনে যোগদিতে বাংলাদেশের রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন শুক্রবার ভারতে গিয়েছেন। রেলপরিষেবা চালুর অন্যতম আকর্ষণ হচ্ছে, ঢাকা-জলপাইগুড়ির মধ্যে নতুন রেলপরিষেবা চালু। মিতালি এক্সপ্রেসের শুভ যাত্রা শুরু হবে ১ জুন থেকে। এদিন জলপাইগুড়ি থেকে মিতালি ঢাকার পথে ছেড়ে আসবে।
দীর্ঘ প্রায় ৬৫ বছর পর ভারতের সঙ্গে এই রেলসংযোগটি চালু হতে যাচ্ছে। এই রেলপথটি ২০২০ সালের ১৭ ডিসেম্বর বাংলাদেশ-ভারত প্রধানমন্ত্রী ভার্চুয়াল দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলনে যৌথভাবে রেলপথটি উদ্বোধন করেছিলেন। ২০২১ সালের ২৭ মার্চ এই রেলপথে যাত্রীবাহী মিতালী এক্সপ্রেস চালুর সিদ্ধান্ত জানানো হয়েছিল। কিন্তু বিভিন্ন টেকনিকেল কারণে তা পিছিয়ে যায়। রবিবার সকাল সোয়া আটটা নাগাদ ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে মৈত্রী পরিষেবার জন্য একটি ফ্ল্যাগ অফ টাইপ ইভেন্টের পরিকল্পনা করছে। যেখানে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রমকুমার দোরাইস্বামী উপস্থিত থাকবেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে ২০০৮ সালের ১৪ এপ্রিল থেকে ট্রেন পরিসেবা চালু হয়। ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ট্রেনটি চলাচল করছে।