Jhumon Das : ফের গ্রেপ্তার শাল্লার ঝুমন দাশ
- আপডেট সময় : ০৮:১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২ ২৯৪ বার পড়া হয়েছে
ঝুমন দাশ ছবি সংগ্রহ
‘মসজিদের দান বাক্স নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার’
ভয়েস ডিজিটাল ডেস্ক
এবায়ে মসজিদের দান বাক্স নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ায় ফের গ্রেপ্তার হলেন সুনামগঞ্জের শাল্লার ঝুমন দাশ। শাল্লা থানা পুলিশের একটি দল তাকে থানায় এনে টানা ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এটি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, ঝুমন দাশকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়েছেন। পুলিশের একজন এসআই বাদী হয়ে মঙ্গলবার ঝুমনের বিরুদ্ধে মামলাটি করেছেন।
এর আগে গত বছরের ১৬ মার্চ ঝুমন দাশ সামাজিক মাধ্যমে হেফাজতে ইসলামের যুগ্মমহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ আনেন’। মামুনুল হকের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া স্ট্যাটাসকে ইসলামের সমালোচনা বলে এলাকায় অপপ্রচার চালাতে থাকে মামুনুলের অনুসারীরা।
এতে এলাকাজুড়ে উত্তেজনা দেখা দেয়ায় নোয়াগাঁও গ্রামের বাসিন্দারা ১৬ মার্চ রাতে ঝুমনকে পুলিশের হাতে তুলে দেন। ২২ মার্চ ঝুমন দাশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। ৬ মাস কারাবাস শেষে ২৮ সেপ্টেম্বর মুক্তি পান।





















