নিজস্ব প্রতিনিধি, ঢাকা
ঢাকার জনবহুল আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনতাই ঘটনার প্রধান পাণ্ডকে গ্রেপ্তার করেছে পুলিশ। অথচ ঘটনার পাঁচদিনেও ছিনিয়ে নেওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ বলছে, চারজনের মধ্যে প্রধান দুর্ধর্ষ জঙ্গি আরাফাত রহমান ওরফে সিয়াম ওরফে সামস সেদিন পালানোর সময় পুলিশের হাতে আটক হয়।
বৃহস্পতিবার পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, বুধবার রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে মেহেদী হাসান অমিকে গ্রেপ্তার করা হয়েছে। ২০ নভেম্বর পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঢাকা সিএমএম কোর্ট চত্বর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জঙ্গি আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে।
উক্ত জঙ্গি আসামি ছিনতাই ঘটনায় গ্রেপ্তারকৃত মেহেদী হাসান অমি প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে। অমি ২০১৩ সালে আনসার আল ইসলামে যোগ দেয়। এর আগে হিযবুত তাহরীর সদস্য ছিল। তার বিরুদ্ধে ২০১৬ সালে রাষ্ট্র ও সরকার বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদপুর, সূত্রাপুর, বাড্ডায় সন্ত্রাসী বিরোধী আইনে তিনটি মামলা রয়েছে। ২০১০ ও ২০১২ সালে সিলেট থানায় সন্ত্রাস বিরোধী আইনে দুটি মামলা রয়েছে। পুলিশ বলছে, জামিনে থাকা অমি ও আমিন ঘটনার দিন হাজিরা দিতে আদালতে আসে। জঙ্গি ছিনতাইয়ের মামলায় এই দুজনকেই আসামি করা হয়েছে।