ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশের নতুন অভিযাত্রা বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসির সিদ্ধান্ত এক দিনের মধ্যে চূড়ান্ত ইউএপির দুই শিক্ষককে চাকরিতে পুনর্বহালের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আজ কী সিদ্ধান্ত নেবে আইসিসি? ২২ জানুয়ারী মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তনের ৫৪তম বার্ষিকী বাংলাদেশে ১০ থেকে ১৫টি ব্যাংক থাকলেই যথেষ্ট: কেন্দ্রীয় ব্যাংক গভর্নর মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন আর নেই: জামায়াত আমির বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বেনাপোলে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আটক বস্তিবাসীদের উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস তারেক রহমানের চাপ তৈরি করে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না

INDIA : বাংলাদেশ চিন্তায় ফেলে দিয়েছিল লোকেশ রাহুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ ২১১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খেলা ডেস্ক 

ওয়ানডে সিরিজে হার দিয়ে সফর শুরু করেছিল ভারত। রাহুল বলছেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের শিক্ষা আগামী বছর তাদের দেশের মাটিতে হতে যাওয়া বিশ্বকাপে কাজে লাগবে। দারুণ অভিজ্ঞতা, অনেক কিছু শেখার ছিল। অবশ্যই ওয়ানডে সিরিজ হারটা তেমন সুখকর অভিজ্ঞতা নয়। সিরিজ হারও আপনাকে অনেক কিছু শেখায়। পুরো সফরেই বাংলাদেশ কঠিন চ্যালেঞ্জ জানিয়েছে ভারতকে, মনে করেন রাহুল। টেস্ট সিরিজেও বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসাই করলেন ভারতীয় এই ক্রিকেটার। টেস্ট সিরিজেও কঠিন লড়াই হয়েছে।

বাংলাদেশ সত্যিই খুব ভালো ক্রিকেট খেলেছে। আমাদের অনেক চ্যালেঞ্জ জানিয়েছে। এমনকি আজও। সিরিজের শেষটাও দারুণ হলো। তারা আমাদের কাজটা কঠিন করে তুলেছিল। প্রথম ৩০-৩২ ওভারে তো ম্যাচ তাদের হাতেই ছিল। অশ্বিন ও শ্রেয়াস এগিয়ে এসে আমাদের কাজটা শেষ করেছে। বাংলাদেশের ছুঁড়ে দেয়া ১৪৫ রানের টার্গেটে খেলতে নেমে ৭৪ রানেই ৭ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে যায় সফরকারী ভারতীয় ক্রিকেট দল। এমন অবস্থায় ম্যাচ নিয়ে দল মহা চিন্তায় পড়ে গিয়েছিল বলে স্বীকার করলেন ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল।

তবে দলের বাকী ব্যাটাররা ভারতকে হার থেকে রক্ষা করবেন বলে আত্মবিশ্বাসী ছিলেন বলে জানিয়েছেন সফরকারী অধিনায়ক। শেষ পর্যন্ত শ্রেয়াস আইয়ার ও রবীচন্দ্রন অশ্বিন অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন ৭১ রানের দুর্দান্ত জুটি গড়ে হারের মুখ থেকে রক্ষা করে দলের তিন উইকেটে জয় ছিনিয়ে আনায় রাহুলের বিশ্বাসই সত্য প্রমানিত হয়েছে। ম্যাচ শেষে রাহুল বলেন, ম্যাচের এই পরিস্থিতিতে ছেলেদের উপর বিশ্বাস রাখতে হবে। আমরা পর্যাপ্ত ক্রিকেট খেলেছি, এজন্য যে কেউ দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারবে। আমি মিথ্যা বলতে চাচ্ছি না, ড্রেসিংরুওমে অনেক উত্তেজনা ছিল। ব্যাট করার জন্য এটি কঠিন উইকেট ছিল। দুই ইনিংসেই তারা আমাদের চাপে ফেলেছিল।

তিনি আরও বলেন, ‘এটি নতুন বলের উইকেট ছিল। একবার বল নরম হয়ে গেলে রান করা সহজ হয়। নতুন বলকে ভালো খেলাই বড় বিষয় ছিল। আমরা রান তাড়াতে বেশি উইকেট হারিয়েছি। দলের জয় নিশ্চিতের ব্যাপারে আশাবাদি ছিলেন অশ্বিন। আইয়ার ২৯ ও অশ্বিন ৪২ রানে অপরাজিত থেকে ভারতের জয় নিশ্চিত করেন। কিন্তু শেষ পর্যন্ত কাজটি সম্পন্ন করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

INDIA : বাংলাদেশ চিন্তায় ফেলে দিয়েছিল লোকেশ রাহুল

আপডেট সময় : ০৭:৪৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২

খেলা ডেস্ক 

ওয়ানডে সিরিজে হার দিয়ে সফর শুরু করেছিল ভারত। রাহুল বলছেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের শিক্ষা আগামী বছর তাদের দেশের মাটিতে হতে যাওয়া বিশ্বকাপে কাজে লাগবে। দারুণ অভিজ্ঞতা, অনেক কিছু শেখার ছিল। অবশ্যই ওয়ানডে সিরিজ হারটা তেমন সুখকর অভিজ্ঞতা নয়। সিরিজ হারও আপনাকে অনেক কিছু শেখায়। পুরো সফরেই বাংলাদেশ কঠিন চ্যালেঞ্জ জানিয়েছে ভারতকে, মনে করেন রাহুল। টেস্ট সিরিজেও বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসাই করলেন ভারতীয় এই ক্রিকেটার। টেস্ট সিরিজেও কঠিন লড়াই হয়েছে।

বাংলাদেশ সত্যিই খুব ভালো ক্রিকেট খেলেছে। আমাদের অনেক চ্যালেঞ্জ জানিয়েছে। এমনকি আজও। সিরিজের শেষটাও দারুণ হলো। তারা আমাদের কাজটা কঠিন করে তুলেছিল। প্রথম ৩০-৩২ ওভারে তো ম্যাচ তাদের হাতেই ছিল। অশ্বিন ও শ্রেয়াস এগিয়ে এসে আমাদের কাজটা শেষ করেছে। বাংলাদেশের ছুঁড়ে দেয়া ১৪৫ রানের টার্গেটে খেলতে নেমে ৭৪ রানেই ৭ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে যায় সফরকারী ভারতীয় ক্রিকেট দল। এমন অবস্থায় ম্যাচ নিয়ে দল মহা চিন্তায় পড়ে গিয়েছিল বলে স্বীকার করলেন ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল।

তবে দলের বাকী ব্যাটাররা ভারতকে হার থেকে রক্ষা করবেন বলে আত্মবিশ্বাসী ছিলেন বলে জানিয়েছেন সফরকারী অধিনায়ক। শেষ পর্যন্ত শ্রেয়াস আইয়ার ও রবীচন্দ্রন অশ্বিন অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন ৭১ রানের দুর্দান্ত জুটি গড়ে হারের মুখ থেকে রক্ষা করে দলের তিন উইকেটে জয় ছিনিয়ে আনায় রাহুলের বিশ্বাসই সত্য প্রমানিত হয়েছে। ম্যাচ শেষে রাহুল বলেন, ম্যাচের এই পরিস্থিতিতে ছেলেদের উপর বিশ্বাস রাখতে হবে। আমরা পর্যাপ্ত ক্রিকেট খেলেছি, এজন্য যে কেউ দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারবে। আমি মিথ্যা বলতে চাচ্ছি না, ড্রেসিংরুওমে অনেক উত্তেজনা ছিল। ব্যাট করার জন্য এটি কঠিন উইকেট ছিল। দুই ইনিংসেই তারা আমাদের চাপে ফেলেছিল।

তিনি আরও বলেন, ‘এটি নতুন বলের উইকেট ছিল। একবার বল নরম হয়ে গেলে রান করা সহজ হয়। নতুন বলকে ভালো খেলাই বড় বিষয় ছিল। আমরা রান তাড়াতে বেশি উইকেট হারিয়েছি। দলের জয় নিশ্চিতের ব্যাপারে আশাবাদি ছিলেন অশ্বিন। আইয়ার ২৯ ও অশ্বিন ৪২ রানে অপরাজিত থেকে ভারতের জয় নিশ্চিত করেন। কিন্তু শেষ পর্যন্ত কাজটি সম্পন্ন করেছি।