‘শ্রীলঙ্কা ৬ হাজার মেট্রিক টন জ্বালানি পৌছে দিয়েছে ভারত ছবি সংগ্রহ
‘শ্রীলঙ্কা ৬ হাজার মেট্রিক টন জ্বালানি পৌছে দিয়েছে ভারত, এছাড়াও পৃথিবীর বৃহত্তম চাল রফতানিকারী দেশ হিসাবে ১ বিলিয়ন মার্কিন ডলারের সাহায্য করবে, যার মধ্যে ৪০ হাজার মেট্রিক টন চাল, তেল ও ওষুধ থাকছে’
ভয়েস ডিজিটাল ডেস্ক
অর্থের অভাবে জ্বালানি ও কাগজ আমদানি বন্ধ হয়ে গিয়েছে। কাগজের অভাবে স্কুল বন্ধ। অনিশ্চিত জীবন পড়ুয়াদের। জ্বালানির অভাবে বিদ্যুৎ উৎপাদন করতে না পারায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একারণে দেশের একটা বড় অংশ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
শ্রীলঙ্কার অর্থনীতির একটা বড় অংশ আসে পর্যটনখাত থেকে। টানা করোনার কারণে দু’বছর সেই আয় বন্ধ। ডলারের অভাবে চরম অর্থনৈতিক সংকট দানবের রূপ নেয়। আগে যে পেট্রোলের দাম ছিলো প্রতি ব্যারেল ৪০ ডলার, তা বেড়ে দাড়িয়েছে ১৪০ ডলার। ব্যারেল প্রতি যদি ১০০ ডলার বেড়ে যাওয়ায় দেশটির পক্ষে পেট্রোলিয়াম আমদানি করা সম্ভব হচ্ছে না।
এমন এক সংকটে সহায়তার হাত বাড়িয়ে পাশে দাঁড়ায় ভারত। আপতকালীন শ্রীলঙ্কাকে ৬ হাজার মেট্রিক টন জ্বালানি দিয়েছে ভারত। শ্রীলঙ্কায় প্রথমবারের জন্য খাবার ও জ্বালানি সরবরাহ করে সাহায্য পৌঁছে দিল ভারত। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের জ্বালানির ট্যাঙ্ক পৌঁছে দেয় শ্রীলঙ্কায়। শনিবার ৬ হাজার মেট্রিক টনের জাহাজ পৌঁছে গিয়েছে দেশটিতে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই।
সাইলন ইলেকট্রিসি বোর্ডের মজুত জ্বালানি শেষ হওয়ায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছে সে দেশটি। দীর্ঘক্ষণ অন্ধকারে পড়ে আছে দেশটি। সেই কারণেই জ্বালানি তেল দিয়ে প্রাথমিক সাহায্য পৌঁছে দিল ভারত।
জ্বালানির পাশাপাশি খাবার পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে মোট ৪০ হাজার মেট্রিক টন চাল পৌঁছে দেওয়া হবে শ্রীলঙ্কায়। ভারতীয় বাণিজ্য সংস্থাগুলো এই পরিকল্পনা গ্রহণ করেছে। একটি ক্রেডিট লাইন তৈরি করার কথা ভাবেছে সংস্থাগুলো।
ভারতের পক্ষ তরফে বলা হয়েছে, পৃথিবীর বৃহত্তম চাল রফতানিকারী দেশ হিসাবে ১ বিলিয়ন মার্কিন ডলারের সাহায্য করবে। যার মধ্যে ৪০ হাজার মেট্রিক টন চাল, তেল ও ওষুধ।