Imran Khan : পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট

- আপডেট সময় : ০৪:৪৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২ ২৯৭ বার পড়া হয়েছে
প্রেসিডেন্টের কাছে গিয়ে অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার আর্জি জানান ইমরান খান ছবি: সংগৃহীত
ভয়েস ডিজিটাল ডেস্ক
রবিবার সংসদে ইমরান খানের বিরুদ্ধে যখন অনাস্থা ভোট চলছিল, তখনই প্রেসিডেন্টের কাছে গিয়ে সংসদ ভেঙে দেওয়ার আর্জি জানান। সেই পরামর্শ মতোই ঘোষণা সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা পাকিস্তান প্রেসিডেন্ট আরিফ আলভির।
প্রতিটি মুহূর্তে পাকিস্তানের রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তন ঘটছে। রবিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রেসিডেন্ট আরিফ আলভিকে অনুরোধ করেন সংসদ ভেঙে দেওয়ার। পার্লামেন্ট ভেঙে দিতে ইমরান খানের সুপারিশের পরই সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট আরিফ আলভি। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ একথা জানিয়েছে।

ইমরান খানের বিশেষ সহকারী শাহবাজ গুল পার্লামেন্ট ভেঙে দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। দেশটির তথ্য প্রতিমন্ত্রী ফররুখ হাবিব বলেছেন, পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে এবং এখন আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে।
এর আগে এদিন ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সংবিধানের অনুচ্ছেদ ৫-এর বিরোধী আখ্যা দিয়ে দেশটির ডেপুটি স্পিকার তা নাকচ করে দেন। ইমরান খান বলেন, আমি উদ্বিগ্ন অনেকের কাছ থেকে বার্তা পেয়েছি। জাতির সামনে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। ডেপুটি স্পিকার শাসন পরিবর্তনের প্রচেষ্টা এবং বিদেশি ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করেছেন।
The President of Pakistan, Dr Arif Alvi, has approved the advice of the Prime Minister of Pakistan to dissolve the National Assembly under the Article 58 (1) read with Article 48(1) of the Constitution of the Islamic Republic of Pakistan.
— The President of Pakistan (@PresOfPakistan) April 3, 2022
এর আগে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান। একইসঙ্গে এটিকে সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদের পরিপন্থি হিসেবেও আখ্যা দেন তিনি।