‘১ কোটি ৩১ লাখ মানুষ ডায়াবেটিসে ভুগছেন। বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। আগামী চার বছরে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা’
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বর্তমানে দেশে প্রায় ১ কোটি ৩১ লাখ মানুষ ডায়াবেটিসে ভুগছেন। বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। আগামী চার বছরে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সে হিসেবে দেশের চারটি অসংক্রামণ রোগের মধ্যে অন্যতম এই ডায়াবেটিস রোগীর সংখ্যা ২০২৫ সালের মধ্যে দেড় কোটি ছাড়াতে পারে বলে আশঙ্কা তাদের। দিবসটি উপলক্ষে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস) র্যালির আয়োজন করে।

সোসাইটির সভাপতি ও ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা: এস এম আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা: শাহজাদা সেলিম, প্রধান পৃষ্ঠপোষক ও বারডেম এর পরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা: মো. ফারুক পাঠান, সহ-সভাপতি ও বারডেম এর সহযোগী অধ্যাপক ডা: ফারিয়া আফসানা, নির্বাহী কমিটির সদস্য ও এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা: আহসানুল হক আমিন, দপ্তর সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা: মারুফা মোস্তারী, সংগঠনের দপ্তর সম্পাদক ডাঃ মোঃ এসকে. শহীদ উল্লাহসহ সর্বস্তরের বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
চিকিৎসক গণ বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের ডায়াবেটিস প্রবণ দেশ এবং বাস্তব পরিস্থিতি আরও গুরুতর। বর্তমানে শহর ও গ্রামে প্রায় সমানভাবে বেড়ে চলেছে ডায়াবেটিসের আক্রান্ত সংখ্যা। তাই গুরুতর অবস্থা বিবেচনায় নিয়ে এখনই এটি প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।
চিকিৎসকরা বলেন, এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সর্বস্তরের সমন্বিত কর্মপরিকল্পনা এবং ডায়াবেটিক রোগীর সেবায় সুলভে ওষুধ সরবরাহ থেকে শুরু করে অন্যান্য সহযোগী ব্যবস্থাপনা নিশ্চিত করা খুবই জরুরি।