dengue patient : ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড, মৃত্যু দুই

- আপডেট সময় : ০৯:০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২ ১৮৭ বার পড়া হয়েছে
হাসপাতালে ডেঙ্গু রোগী : ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এক দিনে নতুন ডেঙ্গু রোগী শনাক্তে রেকর্ড। এসময়ে মারা গেছে দু’জন। গত মঙ্গলবার এক দিনে ৯০০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলো।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোয় নতুন রোগী ভর্তির সংখ্যা ৫২০ জন। ঢাকার বাইরে ৪০২ জন। এতো দিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ঢাকায় সবচেয়ে বেশি ছিল। সেখানে চিত্র পাল্টাচ্ছে। কিছুদিন ধরে ঢাকার বাইরের বিভিন্ন জেলায়ও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৩০ হাজার ২৯। এর মধ্যে ঢাকায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৪২৪ জন এবং ঢাকার বাইরে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৬০৫ জন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১১২ জন। তাদের মধ্যে ঢাকা মহানগরে মারা গেছেন ৬৬ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ৪৬ জন। চলতি মাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৭ জনের, আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৩৭ জন। গত সেপ্টেম্বরে দেশে ৯ হাজার ৯১১ জন আক্রান্ত মানুষের মধ্যে ৩৪ জন মারা গিয়েছিলেন। এ বছরে এখন পর্যন্ত ২৬ হাজার ৫১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যুও হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।