dengue : ভয়ঙ্কর থাবা ডেঙ্গুর, একদিনে ৯জনের মৃত্যু, ভর্তি ৮৮২

- আপডেট সময় : ০৮:০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২ ১৭০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
ভয়ঙ্কর থাবা বসিয়েছে ডেঙ্গু। একদিনের ৯জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ডেঙ্গ আক্রান্ত হয়ে এটিই রেকর্ড। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত নতুন ৮৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়ে বলেছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এর আগে ১৩ অক্টোবর একদিনে ৮ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ১৬১ জনে।
বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সংখ্যা ৮৮২ জন। যার ঢাকার বাসিন্দা ৪৯৮ এবং ঢাকার বাইরে ৩৮৪ জন। নতুন আক্রান্তসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৭৬ জন।

অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৯৮৩ জন। এর মধ্যে ঢাকায় ২৭ হাজার ৬৪৬ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১৩ হাজার ৩৩৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৭ হাজার ১৪৬ জন।
২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়।