Chinese Foreign Minister : ঢাকায় সফর করবেন চীনের বিদেশমন্ত্রী

- আপডেট সময় : ০৯:৩৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২ ২১৯ বার পড়া হয়েছে
চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই : ছবি সংগ্রহ
নিউজ ডেস্ক
দুই দিনের ঢাকা সফরে আসছেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। ৬ আগস্ট তার ঢাকায় পৌছানোর কথা। সফরকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে বিষয়ে আলোচনা করবেন।
বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কথা রয়েছে চীনা বিদেশমন্ত্রীর।
সূত্রের খবর, দুই বিদেশমন্ত্রীর বৈঠকে দ্বিপাক্ষিক ইস্যুর পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে আলোচনা হবে। বিশ্বে ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ঢাকা সফরে আসছেন চীনা বিদেশমন্ত্রী। বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং গত সপ্তাহে বিদেশমন্ত্রী ড. মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি চীনা বিদেশমন্ত্রীর আসন্ন সফরের বিষয়ে আলোচনা করেন।
শুক্রবার ঢাকায় ড. মোমেন সাংবাদিকদের জানান, চীনের বিদেশমন্ত্রী একজন অত্যন্ত সম্মানিত মানুষ এবং আমার অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি ঢাকায় আসবেন। এ বিষয়ে চীনা দূতাবাস একটি প্রোগ্রাম তৈরি করেছিল এবং বিদেশ মন্ত্রকে জানিয়েছিল। চীনের বিদেশমন্ত্রী ৬-৭ আগস্ট ঢাকা সফর করবেন।