Champion Bangladesh : নারী সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ, ছাদখোলা বাসে ১৪ কি.মি. পথে গণসংবর্ধনার আয়োজন
- আপডেট সময় : ১২:০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ ২৫১ বার পড়া হয়েছে
খোলা ছাদে বিআরটিসি বাস : ছবি সংগ্রহ
নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা বাংলাদেশের
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
দক্ষিণ এশিয়া জয় করে ফিরছেন বাংলার মেয়েরা। নেপালে ইতিহাস গড়া বাংলাদেশের নারী ফুটবলারদের অভিনন্দন জানাবে বাংলাদেশ। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মতিঝিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবন পর্যন্ত দীর্ঘ ১৪ কিলোমিটার জুড়ে জানানো হবে গণসংবর্ধনা। প্রস্তুতি সম্পন্ন।
বুধবার বেলা প্রায় দুটো নাগাদ ঢাকায় অবতরণ করবেন লালসবুজের জার্সি পড়া বাংলার বাঘিনীরা। ছাদ খোলা দ্বিতল বাসে বহন করবে একমাত্র রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন যৌথভাবে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেবে। বিমানবন্দরে উপস্থিত থাকে গর্বিত বাংলার মেয়েদের বরণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারাও যাবেন মেয়েদের বরণ করে নিতে।
বিমানবন্দর থেকে মেয়েদের বহনকারী বাস কাকলী, জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজয় সরণি, তেজগাঁও, মৌচাক, কাকরাইল, আরামবাগ, মতিঝিল শাপলা চত্বর হয়ে যাবে বাফুফে ভবনে। ভবনে মেয়েদের বরণ করবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
ক্রীড়াসংশ্লিষ্টরা বলছেন, ছাদখোলা বাসে কোনো ক্রীড়া দলকে সংবর্ধনা দেওয়া বাংলাদেশে এটাই প্রথম। ১৯৯৭ সালে জাতীয় ক্রিকেট দল আইসিসি ট্রফি জিতে বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ার পর তাদের মানিক মিয়া অ্যাভিনিউয়ে গণসংবর্ধনা দেওয়া হয়েছিল।



















