burned : দেবের আগুনে পুড়ে মারা গেলেন ভাবী

- আপডেট সময় : ০৭:৫৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩ ১৬০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বিরোধের জেরে গাছে বেঁধে পুড়িয়ে হত্যা করা হয় এক নারীকে। অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ইউসুফ আলী মোল্লার স্ত্রী সুফিয়া বেগমকে গাছের সঙ্গে বেঁধে শরীরে আগুন ধরিয়ে দেয় দেবর। গুরুতর জখম অবস্থায় ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তির পর বুধবার মারা যায়।
স্বজনরা জানান, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দেবর লিয়াকত আলী মোল্লা সুফিয়া বেগমকে গাছের সঙ্গে বেঁধে শরীরে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর লিয়াকত আলী মোল্লা ঢাকার অদূরে কেরানীগঞ্জে এসে গা ঢাকা দেয়। জানা গেছে, পৈতৃক সম্পত্তি নিয়ে বড় ভাই ইউসুফ আলী মোল্লার সঙ্গে লিয়াকত আলী মোল্লার মধ্যে বিরোধ চলছিল।
মঙ্গলবার সকালে ইউসুফ আলী ব্যবসার কাজে বাইরে গেলে লিয়াকত ভাবী সুফিয়া বেগমকে বাড়ির উঠানের পেয়ারা গাছের সঙ্গে বেঁধে শরীরে আগুন ধরিয়ে দেয়। সুফিয়ার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পাঠানো হয়েছিল।