বিরল প্রজাতির মাছ ঘিরে কৌতুহল
- আপডেট সময় : ০৬:২৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ ৩৪১ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
একটি মাছ হাজারো কৌতুহলের সৃষ্টি করেছে। মৎস্যজীবীদের কাছে এটিই একেবারেই নতুন মুখ। এটি কোন প্রচলিত মাছ নয় বলেই কৌতুহলটা বেশি। তবে এই প্রজাতির মাছ নেই তা বলা যাবে না। অঞ্চল ভেদে মাছের চাষাবাদ বা বংশ বিস্তার রয়েছে বলেই মাছটি জন্মেছে।
মাছটির বর্ণনায় বলা হচ্ছে, দুই কেজি ওজনের মাছটির আকারের তুলনায় মুখ বড়। কিছুটা কালচে রংয়ের সঙ্গে হলুদ রঙের ছোপ ছোপ দাগ। মাথা থেকে লেজ পর্যন্ত গায়ের রং একই ধরনের। বুকের পাশে রং কিছুটা সাদাটে। চোখের পেছনে একজোড়া ছোট আকৃতির পাখনা। মুখভর্তি ধারালো ছোট দাঁতের সারি। শরীর তুল তুলে।
গাজীপুরের শ্রীপুর বরমী ইউনিয়নের গোলাঘাট এলাকায় আবু তালেব নামের এক মাছচাষির ঘেরে একটি মাছটি ধরা পড়েছে।
এটি গবি মাছ বলে মনে করছেন কাপাসিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উল্লাহ। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ বেশ কিছু দেশে এ মাছ পাওয়া যায়। এটা ২৫ থেকে ২৬ ইঞ্চি লম্বা হয়।
গোলাঘাট গ্রামের ৭০ বছর বয়সী জেলে কবির হোসেনের মতে মাছটি দেখতে কিছুটা গজার মাছের মতো। তবে এর শরীর একদমই নরম। এমন মাছ তিনি আর দেখেননি।
বিচিত্র মাছটি কোন মৎস্য বিশেষজ্ঞকে দিয়ে দিতে চান মৎস্য চাষি আবু তালেব। তিনি মাছটি যত্নসহকারে জিইয়ে রেখেছেন।



















