ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ও এপার-ওপার যাতায়তে আয় জুলাই আন্দোলনের স্মৃতি এখনও তাজা, শহীদ ও আহতরা শুধু সংখ্যার অংশ নয় পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন সন্তান হারা মায়ের বুকফাটা আর্তনাদ যেন হাজারো গুমের শিকার পরিবারের নীরব চিৎকার গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা

 car will run on biogas : পরিবেশ রক্ষায় যুগান্তকারী উদ্যোগ, ভারতে গাড়ি চলবে বায়োগ্যাস দিয়ে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ৬০৩ বার পড়া হয়েছে

মারুতি সুজুকির গ্র্যান্ড ভিটারা মডেলের গাড়ি ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০১০ সালে তিন মডেলের গ্যাসনির্ভর গাড়ি ব্যবহার করে কার্বন নিঃসরণের উদ্যোগ নেওয়া এবং ১৪ মডেলের ১১ লাখ ৪০ হাজারের বেশি সংখ্যক গাড়ি বিক্রি হয়, তাতে ভারতে ১৩ লাখ ১০ হাজার টন কার্বন নিঃসরণ কম হয়েছে

 

অনলাইন ডেস্ক

এবারে গাড়ি চলবে বায়োগ্যাস দিয়ে। আর সেই গ্যাস উৎপাদনের উদ্যোগ নিয়ে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুজুকি মোটর করপোরেশন (এসএমসি)।

এসএমসি ২০৩০ সাল নাগাদ প্রবৃদ্ধি পরিকল্পনার অংশ হিসেবে গোবরের বায়োগ্যাস উৎপাদনের ঘোষণা দিয়েছে।

এই কোম্পানিটি মারুতি সুজুকি ইন্ডিয়া যৌথভাবে গাড়ি উৎপাদন করছে। প্রতিষ্ঠানের তরফে বলা হয়েছে, বায়োগ্যাস দিয়ে সিএনজিচালিত প্রাইভেটকার চলবে। কার্বন ডাইঅক্সাইডের (সিও২) নিঃসরণ কমাতে এই যুগান্তকারী উদ্যোগ কোম্পানিটির।

পরিবেশ রক্ষার উদ্যোগটা মারুতি-সুজুকি নিয়েছে অনেক আগেই।

২০১০ সালে ইকো, অ্যাল্টো ও ওয়াগনআর এই তিন মডেলের গ্যাসনির্ভর গাড়ি বিক্রি শুরু করে। এ পর্যন্ত ১৪ মডেলের ১১ লাখ ৪০ হাজারের বেশি সংখ্যক গাড়ি বিক্রি হয়েছে। তাতে ভারতে ১৩ লাখ ১০ হাজার টন কার্বন নিঃসরণ কম হয়েছে।

মারুতি বর্তমানে ভারতে ১৪টি মডেলের সিএনজিচালিত প্রাইভেটকার বিক্রি করছে।

এসএমসি এরই মধ্যে ভারত সরকারের ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ও বানাস ডেইরি’র সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে। বানাস ডেইরি এশিয়ার সবচেয়ে বড় ডেইরি কোম্পানি।

জাপানে ফুজিসান আসাগিরি বায়োমাস এলএলসি বর্তমানে গরুর গোবরের বায়োগ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে। ফুজিসানেও বিনিয়োগ রয়েছে সুজুকি মোটর করপোরেশনের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 car will run on biogas : পরিবেশ রক্ষায় যুগান্তকারী উদ্যোগ, ভারতে গাড়ি চলবে বায়োগ্যাস দিয়ে

আপডেট সময় : ০৯:৩৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩

২০১০ সালে তিন মডেলের গ্যাসনির্ভর গাড়ি ব্যবহার করে কার্বন নিঃসরণের উদ্যোগ নেওয়া এবং ১৪ মডেলের ১১ লাখ ৪০ হাজারের বেশি সংখ্যক গাড়ি বিক্রি হয়, তাতে ভারতে ১৩ লাখ ১০ হাজার টন কার্বন নিঃসরণ কম হয়েছে

 

অনলাইন ডেস্ক

এবারে গাড়ি চলবে বায়োগ্যাস দিয়ে। আর সেই গ্যাস উৎপাদনের উদ্যোগ নিয়ে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুজুকি মোটর করপোরেশন (এসএমসি)।

এসএমসি ২০৩০ সাল নাগাদ প্রবৃদ্ধি পরিকল্পনার অংশ হিসেবে গোবরের বায়োগ্যাস উৎপাদনের ঘোষণা দিয়েছে।

এই কোম্পানিটি মারুতি সুজুকি ইন্ডিয়া যৌথভাবে গাড়ি উৎপাদন করছে। প্রতিষ্ঠানের তরফে বলা হয়েছে, বায়োগ্যাস দিয়ে সিএনজিচালিত প্রাইভেটকার চলবে। কার্বন ডাইঅক্সাইডের (সিও২) নিঃসরণ কমাতে এই যুগান্তকারী উদ্যোগ কোম্পানিটির।

পরিবেশ রক্ষার উদ্যোগটা মারুতি-সুজুকি নিয়েছে অনেক আগেই।

২০১০ সালে ইকো, অ্যাল্টো ও ওয়াগনআর এই তিন মডেলের গ্যাসনির্ভর গাড়ি বিক্রি শুরু করে। এ পর্যন্ত ১৪ মডেলের ১১ লাখ ৪০ হাজারের বেশি সংখ্যক গাড়ি বিক্রি হয়েছে। তাতে ভারতে ১৩ লাখ ১০ হাজার টন কার্বন নিঃসরণ কম হয়েছে।

মারুতি বর্তমানে ভারতে ১৪টি মডেলের সিএনজিচালিত প্রাইভেটকার বিক্রি করছে।

এসএমসি এরই মধ্যে ভারত সরকারের ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ও বানাস ডেইরি’র সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে। বানাস ডেইরি এশিয়ার সবচেয়ে বড় ডেইরি কোম্পানি।

জাপানে ফুজিসান আসাগিরি বায়োমাস এলএলসি বর্তমানে গরুর গোবরের বায়োগ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে। ফুজিসানেও বিনিয়োগ রয়েছে সুজুকি মোটর করপোরেশনের।